Last Updated:
এদিন একটি গ্যারেজের কাছে এক যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয় কিছু মানুষ

বারাসাত, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলমঃ বারাসাতে যুবকের মৃতদেহ উদ্ধার। শনিবার বিকেলে বারাসাত কাজীপাড়া অঞ্চলে ঘটনাটি ঘটেছে। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কাজীপাড়া এলাকার যশোর রোডের পাশে একটি গ্যারেজের কাছে এক যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয় কিছু মানুষ। সামনে গিয়ে অচৈতন্য অবস্থায় দেখে বারাসাত থানায় খবর দেওয়া হয়।
পরবর্তীতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসাত জেলা হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, প্রয়াত যুবকের নাম মহঃ মাওলা বক্স (৩৬)।
ইতিমধ্যেই মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিন সকালে মাওলা কাজে যাওয়ার নাম করে বেরিয়েছিলেন। এরপর কীভাবে এই দুর্ঘটনা ঘটল সেই সম্পর্কে কেউ কিছু বুঝতে পারছেন না। পাশাপাশি তাঁদের জানানো হয়েছে, ইলেকট্রিক শকের কারণে মৃত্যু হয়েছে। কিন্তু যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে তার আশেপাশে কোথাও কোনও ইলেকট্রিক পোস্ট বা তড়িৎ প্রবাহিত কোনও জিনিস নেই বলে খবর।
কেউ ষড়যন্ত্র করে মাওলাকে খুন করে ওই এলাকায় ফেলে দিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনায় বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
September 06, 2025 8:53 PM IST