বাংলাদেশের প্রথম চলচ্চিত্রকেন্দ্রিক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং প্রথম বাংলা শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’ এর পরিচালক ফজলুল হকের ৩৪ তম মৃত্যুবার্ষিকী ছিলো শনিবার (২৬ অক্টোবর)। শুধু ঢাকায় নয়, এদিন কলকাতায় প্রয়াত ফজলুল হক-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
‘ফজলুল হক স্মৃতি কমিটি’র পক্ষে জানানো হয়, ফজলুল হক-এর ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রদান করা হয় ২১তম ফজলুল হক স্মৃতি পুরস্কার। এ বছর চলচ্চিত্র সাংবাদিকতায় আলাউদ্দীন মাজিদ এবং চলচ্চিত্র পরিচালনায় গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমকে সম্মাননা জানানো হয়।
জমকালো আয়োজনে চ্যানেল আই কার্যালয়ে হয় এই অনুষ্ঠান। অন্যদিকে কলকাতায় গোবরা কবরস্থানে ফজলুল হকের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ফজলুল হক স্মৃতি সংসদ ও স্থানীয় মানুষ। এসময় সুবিধাবঞ্চিতদের মাঝে করা হয় খাদ্য বিতরণ।
চলচ্চিত্র উৎসব হোক, কিংবা হোক বইমেলা- কলকাতায় বছরের বিভিন্ন সময়ে এসব আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হয় প্রয়াত ফজলুল হককে।
১৯৩০ সালের ২৬ মে বগুড়ার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ফজলুল হক। পঞ্চাশের দশকে যখন তৎকালীন পূর্ব পাকিস্তানে যাত্রা শুরু করেনি চলচ্চিত্রশিল্প, সে সময় বগুড়ার মতো মফস্বল শহর থেকে ‘সিনেমা’ নামে চলচ্চিত্রবিষয়ক পত্রিকা প্রকাশ করেছিলেন তিনি। পত্রিকাটি ছিল পূর্ব পাকিস্তানের প্রথম সিনেমাবিষয়ক সাময়িকী। সারা দেশেই এটি আলোড়ন তুলেছিল।
তৎকালীন সময়ের অত্যন্ত মানসম্পন্ন এবং জনপ্রিয় পত্রিকা ‘সিনেমা’। এ সূত্রে বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ফজলুল হক। ১৯৯০ সালের ২৬ অক্টোবর কলকাতায় মৃত্যুবরণ করেন তিনি।