কলকাতায় চালানো গেল না ‘দ্য বেঙ্গল ফাইল্‌স’-এর প্রথম ঝলক! | চ্যানেল আই অনলাইন

কলকাতায় চালানো গেল না ‘দ্য বেঙ্গল ফাইল্‌স’-এর প্রথম ঝলক! | চ্যানেল আই অনলাইন

‘দ্য বেঙ্গল ফাইল্‌স’-এর প্রচার-ঝলক মুক্তি নিয়ে গোল বাধল। শনিবার (১৬ আগস্ট) সকালে কলকাতার এক বিলাসবহুল হোটেলে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবির প্রচার-ঝলকের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু গোড়াতেই বাধে বিপত্তি।

অনুষ্ঠান শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই হোটেল কর্তৃপক্ষ জানিয়ে দেন, এই ছবির প্রচার-ঝলক দেখানো যাবে না। কিন্তু কর্তৃপক্ষ কোনও কারণ বলেননি। তারপরেই বন্ধ হয়ে যায় ঝলক প্রচার অনুষ্ঠান।

এরপরে অনুষ্ঠানমঞ্চে দাঁড়িয়ে পরিচালক জানান, তাঁকে বলা হয়েছে কোন এক ‘শক্তি’র তরফে বাধা দেওয়া হয়েছে। এর আগে মাল্টিপ্লেক্সে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। পরিচালকের দাবি, রাজনৈতিক বাধার কারণে তা করা যায়নি। পরে ঠিক হয়, পাঁচতারা হোটেলে প্রচার অনুষ্ঠান আয়োজন করা হবে।

বিবেক বলেন, “কোন কারণ ছাড়াই প্রদর্শনকক্ষের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। সকাল থেকে প্রচুর পুলিশ এখানে জড়ো হয়েছে। আমরা তো চোর-ডাকাত নই। ছবি বানাই। সত্যজিৎ রায়ের মাটিতে দাঁড়িয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, ভাবিনি। এটা যদি একনায়কতন্ত্র না হয় তা হলে কী? এটা যদি ফ্যাসিজম না হয় তা হলে এটা কী?” এই ঘটনা পূর্বপরিকল্পিত নয় তো? তা নিয়েও উঠছে প্রশ্ন। ছবির প্রযোজক ও অভিনেত্রী, বিবেকের স্ত্রী পল্লবী জোশী বলেন, “এখানে কী হচ্ছে, তা আপনারা দেখছেনই।”

কোন কোন মহল থেকে বলা হচ্ছে, কলকাতার পৌরসভার অনুমতি ছাড়াই নাকি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, তাই পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে বিবেক বলেন, “আমি এই প্রশ্নের কী উত্তর দেব! আপনারাই বলুন, এত বড় অনুষ্ঠানের আয়োজন অনুমতি ছাড়া করা যায় কি?” হোটেল কর্তৃপক্ষের কোন বক্তব্য অবশ্য এখনও জানা যায়নি।

Scroll to Top