কারখানায় কর্মরতদের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা দিয়েছে দেশের অন্যতম ইস্পাত প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম। বুধবার (১২ অক্টোবর) এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের ব্যবস্থাপনায় সীতাকুণ্ড কেএসআরএম স্টিল প্ল্যান্ট লিমিটেডে মেডিকেল ক্যাস্প পরিচালিত হয়।
বুধবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেডিকেল ক্যাস্পে সেবা দিয়েছেন এভারকেয়ার হাসপাতালের মেডিসিন স্পেশালিস্ট ডা. মোহাম্মদ ফায়সাল আজিজ, নিউরোলজির সিনিয়র কনসালটেন্ট ডা. হামিদুল হক, মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. সাবিহা সুলতানা। কেএসআরএমের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক সৈয়দ নজরুল আলম, সহকারী মহাব্যবস্থাপক (কারখানা) মুনতাসির মামুন, করপোরেট মেডিকেল অফিসার ডা. মিছবাহ উদ্দীন আহমেদ, এভারকেয়ার হাসপাতালের করপোরেট সম্পর্ক বিভাগের ব্যবস্থাপক রাম প্রসাদ সুশীল, সহকারী ব্যবস্থাপক রঞ্জন কুমার দাশসহ কেএসআরএমের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের ব্যবস্থাপনায় পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাস্পে চিকিৎসাসেবা নিয়েছেন কেএসআরএমের শিল্প কারখানার কর্মরত বিভিন্ন পর্যায়ের প্রায়ন ১৫০ কর্মকর্তা কর্মচারী।
কেএসআরএমের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক সৈয়দ নজরুল আলম এ প্রসঙ্গে বলেন, খ্যাতিমান চিকিৎসাকেন্দ্র এভারকেয়ার চট্টগ্রামের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসসেবা ও পরামর্শ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানে কর্মরতদের। এই সেবা কর্মরতদের যেমন স্বাস্থ্য সচেতন করে তুলবে তেমনি কাজের প্রতি মনযোগী হতে সহায়ক হবে। ভবিষ্যতেও এ ধরণের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার মাধ্যমে কর্মরতদের পাশে থাকবে কেএসআরএম।