সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদ চাকরি স্থায়ীকরণ, বকেয়াসহ বেতন-ভাতা পরিশোধ এবং কর্মস্থলে কাজের পরিবেশ নিশ্চিতকরণের দাবিতে সড়ক অবরোধ করেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরের চৌহাট্টা এলাকার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এর আগে গতকাল সোমবার কর্মচারী পরিষদ একই দাবিতে মানববন্ধন করে।
বক্তারা বলেন, ১৫ মাস ধরে তাঁরা বেতন-ভাতাবঞ্চিত। পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। সামনে পবিত্র রমজান মাস। দ্রুত তাঁরা চাকরি স্থায়ীকরণের দাবি জানান।
কর্মসূচি চলাকালে সড়কে যানজটের সৃষ্টি হয়। তবে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বেলা একটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধ চলাকালে অনেকের হাতে প্ল্যাকার্ড ছিল। কারও কারও পরনে ছিল কাফনের কাপড়।