কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি প্রসঙ্গে পুলিশের জরুরি বার্তা – DesheBideshe

কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি প্রসঙ্গে পুলিশের জরুরি বার্তা – DesheBideshe

কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি প্রসঙ্গে পুলিশের জরুরি বার্তা – DesheBideshe

ঢাকা, ২৪ আগস্ট – পুলিশের হেড কোয়াটার থেকে অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীদের উদ্দেশে জরুরি বার্তা দিয়েছে। এ বার্তায় বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অনলাইন আবেদন করার সময়সীমা বিষয়ে বলা হয়।

রবিবার (২৪ আগস্ট) রাতে বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগণের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অনলাইন আবেদন করার সময়সীমা আগামী ২৫ আগস্ট তারিখ নির্ধারিত আছে। নির্ধারিত তারিখের পরে অনলাইন সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় পরবর্তীতে আবেদন করার কোনো সুযোগ থাকবে না।

এতে আরো বলা হয়েছে, বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন দাখিল করার জন্য আহ্বান করা হলো।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৪ আগস্ট ২০২৫



Scroll to Top