এই খবরটি পডকাস্টে শুনুনঃ
টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টুয়েন্টি সিরিজেও ভারতের কাছে হেরে বসে আছে বাংলাদেশ। শেষ ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের কেউ আসেনি। এসেছিলেন ফিল্ডিং কোচ নিক পোথাস। তিনি বাংলাদেশের খেলোয়াড়দের শারীরিক সামর্থ্যে পার্থক্যের বিষয়টি সামনে আনলেন।
পোথাস পার্থক্যের বিষয়টি তুলে ধরেছেন এভাবে, ‘আপনি শুধু কঠিন পার্থক্যের কথা বলছেন, কিন্তু সেই পার্থক্য কেন সেটা বলছেন না। যখন একজন খেলোয়াড়ের ওজন ৯৫-১০০ কেজি হবে এবং আরেকজন খেলোয়াড়ের ওজন যখন ৬৫ কেজি হবে, খুব স্বাভাবিকভাবেই একজনের চেয়ে আরেকজনের বল অনেকবেশি দূরে যাবে।’
‘হ্যাঁ, সেখানে টেকনিক থাকবে, টাইমিং থাকবে, সবকিছুই থাকবে এবং আমরা প্রতিনিয়ত সেটা নিয়ে কাজ করছি। কিন্তু সেটা নিয়ে আপনি তুলনা করতে পারবেন না। যদি আইপিএল দেখেন, বিশ্বের সেরা টি-টুয়েন্টি আসরের মধ্যে অন্যতম। আইপিএল আন্তর্জাতিক পর্যায়ের জন্য খেলোয়াড় তৈরি করছে।’
‘আপনি পুরো ভিন্ন দুটি জিনিসের তুলনা করছেন যে, ভারতের কয়টি ছক্কা মেরেছে এবং আমরা কটি মেরেছি। বিষয়টি অনেকটা এমন হয়ে গেল, ওয়েস্ট ইন্ডিজ কয়টি ছক্কা মেরেছে আর আমরা কয়টি। তারা অনেক শক্তিশালী ক্রিকেটার। আমরা স্ট্রেংথ এবং কন্ডিশনিংয়ের দিকে উন্নতি করছি। কিন্তু জেনেটিকস নিয়ে তো আর লড়াই করতে পারবেন না।’
বাংলাদেশ-ভারতের মধ্যকার তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের শেষটি গড়াবে শনিবার। ম্যাচ হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়।