দুই দফা টানা দাম বৃদ্ধির পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ হাজার ৫৭৪ টাকা কমানো হয়েছে।
আজ (২৫ জুলাই) শুক্রবার থেকে এই দাম কার্যকর হবে উল্লেখ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, দেশের বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামে সাম্প্রতিক সময়ে পতন ঘটায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দামে, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি এখন বিক্রি হবে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকায়। এর আগে বৃহস্পতিবার এই মানের স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা। এছাড়া, অন্যান্য মানের স্বর্ণের দামও কমানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, আজ থেকে ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকায় বিক্রি হবে।
তবে স্বর্ণের দামে এই পরিবর্তন আসলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের নির্ধারিত দামে রুপা বিক্রি চলবে। এর আগে ২২ জুলাই এবং ২৩ জুলাই— দুই দফায় স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সর্বশেষ ২৩ জুলাই ঘোষিত দাম কার্যকর হয়েছিল ২৪ জুলাই।