কমেছে ডিমের দাম, সবজির মূল্যে হতাশ ক্রেতা | চ্যানেল আই অনলাইন

কমেছে ডিমের দাম, সবজির মূল্যে হতাশ ক্রেতা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীতে ডিমের দাম উল্লেখযোগ্য পরিমাণ কমেছে। তবে সবজির মূল্যে হতাশ মানুষ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে সাধারণ মানুষ।

আজ ১৮ অক্টোবর শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে একদিনের ব্যবধানে ডজন প্রতি ডিম ২০ টাকা কমে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে পেঁপে ও আলু ছাড়া বেশির ভাগ সবজির কেজি এখনও ১০০ টাকার বেশি।

GOVT

ডিমের ঊর্ধ্বমুখী দামে গত কয়েকদিন সমালোচনার মুখে ডিম আমদানি, ভ্রাম্যমান আদালত, সরাসরি খামারিদের থেকে পাইকারদের কাছে ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার।

তবে সবজির বাজারের আগুন এখনও কমেনি। সর্বনিম্ন ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁপে আর আলু। বাকী সব সবজির দাম ১০০ টাকার বেশি।

Chokroanimation

Scroll to Top