মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী বিষু উৎসব উদযাপনের প্রস্তুতি শেষ পর্যায়ে। বিষু উৎসব পুরাতন বছরকে বিদায় দিয়ে নববর্ষকে স্বাগত জানানোর উৎসব।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ঘোড়ামারা মণিপুরি নটমণ্ডপের বহিরাঙ্গনে গান ও কবিতায় ঋতুবন্দনা, সংগীত পরিবেশনা এবং পরে নটমন্ডপের হলে ঐতিহ্যবাহী লোকনৃত্য, মণিপুরি নৃত্য ও নাটক পরিবেশিত হবে। মণিপুরী থিয়েটারের প্রধান, নাট্য নির্দেশক শুভাশিস সিনহা জানান, আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত।
এদিকে শুক্রবার (১৮ এপ্রিল) ঐতিহ্যবাহী মণিপুরী বিষু উৎসব উপলক্ষে মণিপুরী ললিতকলা একাডেমি বৈশাখী মেলা, নিকন খেলা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন, মণিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালক প্রভাস চন্দ্র সিংহ।
মণিপুরী ললিতকলা একাডেমিতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৈশাখী মেলা চলবে। নিকন খেলা হবে সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। বিকাল ৪টা থেকে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।