কমতে পারে তাপমাত্রা, আজও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস | চ্যানেল আই অনলাইন

কমতে পারে তাপমাত্রা, আজও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস | চ্যানেল আই অনলাইন

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দুপুরের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

সোমবার (২৮ জুলাই) আবহাওয়ার ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি ও তাপমাত্রা কমে আগের তুলনায় গরমের অনুভূতি কিছুটা কমতে পারে। আর এসময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে, আগামী পাঁচ দিনের মধ্যে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

Scroll to Top