কবর থেকে তোলা হয়েছে গোপালগ‌ঞ্জে নিহত ২ জনের মরদেহ

কবর থেকে তোলা হয়েছে গোপালগ‌ঞ্জে নিহত ২ জনের মরদেহ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গোপালগঞ্জের পৌরপার্কে আ‌য়ো‌জিত এনসিপির সমাবেশে গুলিবিদ্ধ ২ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দারের উপস্থিতিতে মার্কাস মসজিদ কবরস্থান থেকে তাদের মরদেহ তোলা হয়।

ময়নাতদন্তের জন্য কবর থে‌কে যাদের মরদেহ তোলা হ‌য়ে‌ছে, তারা হলেন, সোহেল সিকদার ও ইমন তালুকদার।

ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার জানান, রমজান কাজী নামে আরও একজনের মরদেহ উত্তোলন করা হবে।

গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র ক‌রে সেনা ও পু‌লি‌শের সা‌থে সংঘর্ষে গু‌লিবিদ্ধ হ‌য়ে নিহত হয় ৫ জ‌ন, তাদের মধ্যে ২ জনের মর‌দেহ কবর থেকে তোলা হলো।

Scroll to Top