কফিতেই ফিরবে ত্বকের হারানো জেল্লা! এইভাবে বানান ফেসপ‍্যাক

কফিতেই ফিরবে ত্বকের হারানো জেল্লা! এইভাবে বানান ফেসপ‍্যাক

উত্তর দিনাজপুর: ঠাণ্ডা হোক কিংবা গরম অনেকেই সকাল সন্ধ্যে কফি পছন্দ করেন। তবে জানেন কি এই কফি শুধু পানের কাজে নয় রূপচর্চার কাজেও ব্যবহার করা হয়।

বিউটি এক্সপার্ট প্রিয়াঙ্কা দাস জানান কফিরঅ্যান্টি অক্সিড্যান্ট ত্বকের চোখের কালি দূর করতে সাহায্য করে।চোখের ডার্ক সার্কল দূর করতে কফিগুঁড়োর সঙ্গে , মধু, কয়েক ফোঁটা ভিটামিন ই তেল নিয়ে মিশ্রণ তৈরি করুন।

এই মিশ্রণ চোখের চারপাশে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এর ফলে চোখের তলায় কালি দূর হয় ।এছাড়াও ত্বকের উপর বয়সের ছাপ পড়া রোধ করতে কফির ফেসপ্যাক করে নিন।

বিউটি এক্সপার্ট প্রিয়াঙ্কা দাস আর‌ও জানানত্বকের উপর বয়সের ছাপ পড়া রোধ করে কফি।

আরও পড়ুন: ঘরে বসে চলত ব্যবসা, পুজোর আগে প্রদর্শনীতে জমজমাট মহিলা বাজার

এক চামচ কফি পাউডারের সঙ্গে সামান্য জল এক চামচ নারকেল তেল মেশান। মিশ্রণটি ভাল করে গুলে নিন। এবার এটি আলতো হাতে মালিশ করে নিন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।এতে ত্বকের বয়সের ছাপ দূর হয়।

পিয়া গুপ্তা

উত্তর দিনাজপুর

উত্তর দিনাজপুর

First published:

Tags: Coffee, District durga puja 2023, Durga Puja 2023, Puja fashion 2023

Scroll to Top