দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নব্বইয়ের আলোচিত বলিউড নায়িকা ভাগ্যশ্রীর একাধিক ছবি ঘুরছে। একটি ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় চোখ বুজে শুয়ে আছেন সালমানের নায়িকা। কেউ একজন তাঁর কপালে ওষুধ লাগিয়ে দিচ্ছেন। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, ভাগ্যশ্রীর কপালে ব্যান্ডেজ লাগানো। প্রিয় তারকাকে এমন অবস্থায় দেখে ভক্ত-অনুরাগীদের প্রশ্ন, কী হয়েছে? বিভিন্ন ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেল, গুরুতর আহত হয়েছেন ভাগ্যশ্রী। পিকল বল খেলতে গিয়ে কপালে আঘাত পেয়েছেন তিনি। তাঁর কপালে ১৩টি সেলাই পড়েছে। তবে বর্তমানে তিনি স্থিতিশীল। কয়েক দিন বিশ্রামের প্রয়োজন বলে জানিয়েছেন চিকিত্সক।
