কক্সবাজারের কুতুবদিয়া সৈকত থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আ. মোনাফ (৪০) নামের এক জেলের মরদেহ উদ্ধার হয়েছে ।
শনিবার (২ আগস্ট) ভোর ৫ টার দিকে স্থানীয়রা উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের নাজির পাড়ার সাগরের তীরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আ. মোনাফ মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানির ছড়া গ্রামের জামাল উদ্দিনের পুত্র বলে জানিয়েছে কুতুবদিয়া থানার পুলিশ।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন বলেন, সাগরের তীর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি আ. মোনাফের বলে শনাক্ত করেন তার পরিবার।
উল্লেখ্য, কিছু দিন আগে জেলে আ. মোনাফসহ ৭ জেলে মাছ শিকারে সমুদ্রে যায়। সমুদ্রে তাদের নৌকা ডুবি হলে ৫ জেলেকে উদ্ধার হলেও ২ জন নিখোঁজ থাকেন। যার মধ্যে আ. মোনাফও ছিলেন।