এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কক্সবাজারের চকরিয়ায় নাতনির স্বামীর হাতে নানী শাশুড়ি গোরতাজ বেগম (৬৫) খুন হয়েছেন।
আজ সোমবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব নয়াপাড়া-তমতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত বৃদ্ধা ওই এলাকার আবুল কাশেমের স্ত্রী।
হত্যাকাণ্ডে জড়িত মো. আব্দুল্লাহকে (২৮) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তিনি ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব গোমাতলী এলাকার মৃত জাকরিয়ার ছেলে এবং কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া নুরুল কোরআন হাফেজ খানার শিক্ষক।
স্থানীয় ইউপি সদস্য জিশান শাহরিয়ার জানান, নিহত নানী শাশুড়ির সাথে তর্কাতর্কির একপর্যায়ে আব্দুল্লাহ লোহার রড় দিয়ে গোরতাজ বেগমের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত বৃদ্ধাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। জিশান শাহরিয়ার আরও জানান, আব্দুল্লাহর সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছে। এর জের ধরে এ ঘটনা ঘটেছে।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক নাতি জামাইকে আটক করা হয়েছে।