কক্সবাজারে ঘুরতে যাওয়া এনসিপির ৫ নেতার কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার – DesheBideshe

কক্সবাজারে ঘুরতে যাওয়া এনসিপির ৫ নেতার কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার – DesheBideshe

কক্সবাজারে ঘুরতে যাওয়া এনসিপির ৫ নেতার কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার – DesheBideshe

ঢাকা, ১৬ আগস্ট – কক্সবাজারে ঘুরতে যাওয়ায় শীর্ষ পাঁচ নেতাকে দেওয়া কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করেছে জাতীয় নাগরিক পার্টি।

শনিবার (১৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহারের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ৬ আগস্ট জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর প্রতি পৃথক পাঁচটি কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়েছিল। তারা সবাই দপ্তর মারফত আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর নোটিশের জবাব প্রদান করেন।

শোকজের জবাব বিশ্লেষণ করে উপরোক্ত ঘটনায় দলীয় শৃঙ্খলার ব্যত্যয় না ঘটায় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে উল্লিখিত শোকজ নোটিশগুলো প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৬ আগস্ট ২০২৫

 



Scroll to Top