কক্সবাজারে এনসিপি নেতাদের পদযাত্রা শুরু | চ্যানেল আই অনলাইন

কক্সবাজারে এনসিপি নেতাদের পদযাত্রা শুরু | চ্যানেল আই অনলাইন

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে কক্সবাজার এসেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

শনিবার ১৯ জুলাই দুপুরে কক্সবাজার বাস টার্মিনাল থেকে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানের উদ্দেশ্যে মিছিল নিয়ে রওনা দেন এনসিপির নেতাকর্মীরা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দৌলত ময়দানে পথসভা করবে এনসিপি।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন বলেছেন, আমাদের কেন্দ্রীয় নেতারা কক্সবাজার এসেছেন। তাদেরকে বরণ করেছে হাজারো ছাত্র-জনতা। আশা করি, শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি সম্পন্ন হবে।

Scroll to Top