কক্সবাজারে অটোরিকশা-মিনিট্রাকের সংঘর্ষে নিহত ১ | চ্যানেল আই অনলাইন

কক্সবাজারে অটোরিকশা-মিনিট্রাকের সংঘর্ষে নিহত ১ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কক্সবাজারের রামুতে অটোরিকশার সাথে মিনিট্রাকের  মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায়   ৩ জন আহত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর আড়াইটায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, হাইওয়ে পুলিশের রামু ক্রসিং থানার পরিদর্শক আজিজুল বারী ইবনে জলিল।

নিহত মোহাম্মদ শাহাবুদ্দিন (৩৫) উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মধ্য হলদিয়াপালং এলাকার মৃত কাশেম আলীর ছেলে। তিনি কক্সবাজার থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক গণসংযোগ পত্রিকার অফিস সহকারি হিসেবে কর্মরত ছিলেন। তবে আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

স্থানীয়দের বরাতে আজিজুল বারী ইবনে জলিল বলেন, দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় কক্সবাজারমুখি মিনিট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

GOVT

এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে।

ঘটনার পরপরই ঘাতক মিনিট্রাক নিয়ে চালক ও সহকারি পালিয়ে যায় বলে জানান তিনি। আজিজুল বারী জানান, নিহতের লাশ রামু হাইওয়ে ক্রসিং থানায় রয়েছে।

Shoroter Joba

Scroll to Top