ওয়ানডেকে ফিঞ্চের গুডবাই

ওয়ানডেকে ফিঞ্চের গুডবাই

ওয়ানডেকে ফিঞ্চের গুডবাই

আগেই আভাস দিয়েছিলেন এমন কিছুই ঘটতে যাচ্ছে৷ অবশেষে ঘোষণা আসলো। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের আগে অস্ট্রেলিয়ার ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানালেন ওয়ানডে ক্রিকেটকে বিদায়ের সিদ্ধান্ত। এই ফরম্যাটে গত কয় মাসের রানখরায় এমন সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক।

অফফর্মের কারণে ৫০ ওভারের ক্রিকেট থেকে বিদায় নিলেও ২০ ওভারের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন এই ওপেনার। নিজ দেশে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও অজিদের দলনেতা গতবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফিঞ্চ৷ রোববার কুইন্সল্যান্ডের কেয়ার্ন্সে ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামবেন এই ডানহাতি।

ওয়ানডে ক্যারিয়ারে ১৪১ ইনিংসে করেছেন ৫৪০১ রান৷ ১৭ সেঞ্চুরির সাথে আছে ৩০ হাফ-সেঞ্চুরি। অজিদের নেতৃত্ব দিয়েছেন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে।

ফিঞ্চের ব্যাট থেকে শেষ সাত ইনিংসে এসেছে মাত্র ২৬ রান৷ ফিঞ্চের শেষ সাত ইনিংসে রান – ০, ০, ১৫, ১, ৫, ৫, ০

Scroll to Top