ওলমো-ভিক্টর পুরো মৌসুম বার্সেলোনায় থাকতে পারবেন | চ্যানেল আই অনলাইন

ওলমো-ভিক্টর পুরো মৌসুম বার্সেলোনায় থাকতে পারবেন | চ্যানেল আই অনলাইন

রাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোপা ডেল রে’র ফাইনালে ওঠার আনন্দ কাটতে না কাটতেই আরেকটি সুখবর পেয়েছে বার্সেলোনা। দানি ওলমো ও পাউ ভিক্টরের লা লিগায় নিবন্ধন নিয়ে চলা বির্তকের অবসান হচ্ছে। মৌসুমের বাকি অংশে তারা বার্সেলোনায় থাকতে পারবেন।

স্পেনের হাইকোর্ট ফর স্পোর্টস (সিএসডি) বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানিয়েছেন। সিএসডির রায়ের অপেক্ষায় থাকা অবস্থায় এ জুটিকে নিবন্ধনের জন্য আবেদন করেছিল বার্সেলোনা। তবে লা লিগা আবেদনের প্রতিবাদ করেছিল এবং দাবি করেছিল দুই খেলোয়াড়ের স্প্যানিশ শীর্ষ লিগে খেলা উচিত নয়।

ওলমো এবং ভিক্টরের পক্ষে যাওয়া সিদ্ধান্তের উদযাপন হবে বার্সেলোনায়। কারণ তারা বিষয়টি নিয়ে বেশ সমস্যার মধ্যে ছিল। ওলমোর বাবাও বিষয়টি নিয়ে বলেছিলেন, তারা কিছুটা উদ্বিগ্ন। কারণ বিষয়টি পুরো পরিবারকে চাপের মধ্যে রেখেছে।

স্প্যানিশ তারকা ওলমো আপাতত চোটে পড়ে দলের বাইরে আছেন। ভিক্টর দলের সাথেই আছেন।

Scroll to Top