ওয়েস্ট ইন্ডিজের সব সংস্করণের কোচ হচ্ছেন স্যামি | চ্যানেল আই অনলাইন

ওয়েস্ট ইন্ডিজের সব সংস্করণের কোচ হচ্ছেন স্যামি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ওয়েস্ট ইন্ডিজের সাবেক খেলোয়াড় ড্যারেন স্যামি দেশটির সব সংস্করণের কোচ হচ্ছেন। ২০২৫ সালের এপ্রিলে সাদা পোশাকের সংস্করণ টেস্টের দায়িত্ব গ্রহণ করার পর সব সংস্করণের প্রধান কোচ হবেন আগে থেকেই সাদা বলের কোচ থাকা স্যামি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর মাইলস বেসকম্বে এ তথ্য জানিয়েছেন।

স্যামি গতকাল সংবাদ সম্মেলনে জানান, ‘যে কোনো সংস্করণে বা যে কোনো অবস্থানে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করা সবসময়ই সম্মানের। আমার জন্য এ খবরটি এমন নতুন কিছু নয় যা আমি আশা করছিলাম।’

‘কোচিং কখনই এমন কিছু ছিল না যেখানে আমি নিজেকে দেখেছি। কিন্তু এটা যেভাবে চলছে তাতে আমাকে স্বীকার করতেই হবে, আমি অনেক বেশি আবেগ এবং কাজের প্রতি ভালোবাসা তৈরি করেছি… আমি প্রক্রিয়াগুলোতে বিশ্বাস করি, সাদা বলের সংস্করণে এমন কিছু করতে পেরেছি এবং নতুন এ ভূমিকার সাথে ইতিমধ্যেই কিছু কিছু প্রক্রিয়া করেছি (টেস্ট ক্রিকেটে) যা আমাদের সফল হওয়ার জন্য অনুসরণ করতে হবে।’

আমি একজন ধৈর্যশীল মানুষ এবং একবার সেই প্রক্রিয়ায় আস্থা রাখি এবং পরিচালকের প্রয়োজনীয়তা বুঝতে পারলে পরিকল্পনাটি কার্যকর হবে। তাই আমি অতিরিক্ত দায়িত্ব এবং নতুন যাত্রায় সত্যিই মুখিয়ে আছি যার জন্য আমি নিজেকে এবং দলকে প্রস্তুত করব বলে মনে করি।’

GOVT

Shoroter Joba

Scroll to Top