‘ওয়ার টু’-তে কার পারিশ্রমিক কতো? | চ্যানেল আই অনলাইন

‘ওয়ার টু’-তে কার পারিশ্রমিক কতো? | চ্যানেল আই অনলাইন

হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরের ছবি ‘ওয়ার টু’ এর এক ঝলক দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা। নির্মাতারা এরইমধ্যে টিজারটি প্রকাশ করেছেন। যা রীতিমত বিস্ফোরণ ঘটিয়েছে সোশ্যাল হ্যান্ডেলে। ‘ওয়ার টু’ এর টিজার দেখার পরে, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা রীতিমত প্রশংসায় ভরিয়েছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরকে।

শুরু তাই নয়,  টিজারে বিকিনি লুকে এক ঝলক দেখা মিলে কিয়ারা আদভানির। যা এখন রীতিমতো ভাইরাল। তবে জানেন কি, এই ছবির বাজেট কত এবং অভিনেতাদেরকেই বা কত পারিশ্রমিক দেওয়া হয়েছে?

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে মুক্তি প্রাপ্ত ‘ওয়ার’ ছবির জন্য ১৭০ কোটি খরচ করেছিলেন নির্মাতারা। আর ‘ওয়ার ২’-এর জন্য নির্মাতাদের বাজেট ছিল ২০০ কোটির বেশি। অভিনেতাদের পারিশ্রমিকের কথা বলতে গেলে, জুনিয়র এনটিআর বর্তমানে কোনো সিনেমায় অভিনয়ের জন্য ৪৫ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন। কিন্তু খবর, ওয়ার ২-এর জন্য তিনি তার পারিশ্রমিক কমিয়ে ৩০ কোটি টাকা করেছেন।

একই সঙ্গে হৃতিক রোশন পেয়েছেন ৪৮ কোটি টাকার কাছাকাছি। অন্যদিকে কিয়ারা আদভানি পেয়েছেন ১৫ কোটি টাকার মতো। আর পরিচালক অয়ন মুখোপাধ্যায় ‘ওয়ার ২’ পরিচালনার জন্য নিয়েছেন ৩২ কোটি টাকা। অর্থাৎ, দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআরের পারিশ্রমিক পরিচালকের থেকেও কম।

স্টারকাস্টের পাশাপাশি ‘ওয়ার টু’-এর শুটিং লোকেশনও চোখ ধাঁধানো। দেশের বাইরে আবুধাবি, জাপান, ইতালি, স্পেন, রাশিয়ার মতো লোকেশনে হয়েছে শুটিং। ভারতেও হয়েছে কিছু অংশের কাজ। মোট ১৫০ দিন শুটিং করেছে গোটা টিম। এছাড়া শোনা যাচ্ছে, জুনে শুটিং হতে চলেছে হৃতিক ও জুনিয়র এনটিআর-এর মধ্যে একটি নাচের দুয়াল।

আগামী ১৪ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মুক্তি পাবে ছবিটি।

Scroll to Top