ওয়ানডেতে রোহিত-কোহলির অবসর নিয়ে যা ভাবছে বিসিসিআই | চ্যানেল আই অনলাইন

ওয়ানডেতে রোহিত-কোহলির অবসর নিয়ে যা ভাবছে বিসিসিআই | চ্যানেল আই অনলাইন

আন্তর্জাতিক টি-টুয়েন্টি ও টেস্টকে বিদায় বলে দিয়েছেন বিরাট কোহলি-রোহিত শর্মা। ওয়ানডেকে বিদায় না বললেও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর দুজনের কেউ এ সংস্করণে ম্যাচ খেলেননি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে তাদের বিকল্প ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই।

২০২৭ বিশ্বকাপ গড়াতে এখনও প্রায় দুবছর বাকি। ততদিনে রোহিত-কোহলির বয়স হবে ৪০এর কাছাকাছি। বর্তমানে ক্রিকেটে বয়স কোন মাপকাঠি না হলেও আগামী ২৪ মাসে দুজনের পারফরম্যান্সে পরিবর্তন আসতে পারে। তাই তরুণদের কথা ভাবছে বোর্ডটি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, চ্যাম্পিয়ন্স ট্রফির পরে রোহিত-কোহলি ওয়ানডে থেকে অবসর না নেয়াতে অবাক হয়েছিল বিসিসিআই। দুজনের বিষয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত বোর্ড, অবসর বিষয়ে তাদের সাথে দ্রুতই আলোচনা করবে।

মূলত বিশ্বকাপের জন্য ব্যাটিং বিভাপ চূড়ান্ত করার আগে তরুণদের কথা ভাবছে বোর্ডটি। রোহিত ও কোহলির পরিকল্পনা জানতে চেয়েছে। পিটিআইকে বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, ‘শিগগিরই এটি (কোহলি-রোহিতের অবসর) নিয়ে আলোচনা করা হবে। পরবর্তী বিশ্বকাপের জন্য আমাদের এখনও দুবছরেরও বেশি সময় আছে। ততক্ষণে কোহলি এবং রোহিত দুজনের বয়স হবে ৪০এর কাছাকাছি। তাই বড় ইভেন্টের জন্য একটি স্পষ্ট পরিকল্পনা থাকা উচিত। কারণ আমাদের শেষ জয় ছিল ২০১১ সালে। সময়ের সাথে কয়েকজন তরুণ খেলোয়াড়কে চেষ্টা করে দেখতে হবে।’

‘কোহলি-রোহিত দুজনেই দলের জন্য এবং সাদা বলের ক্রিকেটে বিশাল অবদান রেখেছেন। তারা প্রায় সবকিছুই অর্জন করেছেন। তাই মনে করি না কেউ তাদের জোর করবে। তবে পরবর্তী ওয়ানডে চক্র শুরু হওয়ার আগে কিছু পেশাদার আলোচনা হবে, যাতে তারা মানসিক এবং শারীরিকভাবে কোথায় অবস্থান করছেন তা দেখা যায়। এটি হবে সেসবের উপর নির্ভর করে।’

Scroll to Top