ওয়ানডেতে বিশ্বসেরা অলরাউন্ডার ওমরজাই | চ্যানেল আই অনলাইন

ওয়ানডেতে বিশ্বসেরা অলরাউন্ডার ওমরজাই | চ্যানেল আই অনলাইন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে আফগানিস্তান। ইংল্যান্ডকে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে তৃতীয় হয়ে আসর শেষ হয়েছে তাদের। আসরে ব্যাটে ও বলে নজর কাড়া পারফরম্যান্স করেছেন আজমতউল্লাহ ওমরজাই। তাতেই মোহাম্মদ নবীকে টপকে প্রথমবারের মতো ওয়ানডেতে সেরা অলরাউন্ডারের মুকুট দখল করেছেন তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন ওমরজাই।ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা ৫৮ রানে ৫ উইকেট নেন। ব্যাট হাতে ৪২ গড়ে ও ১০৪.১৩ স্ট্রাইক রেটে ১২৬ রান করেন।

র‌্যাঙ্কিংয়ের সেরা হওয়ার দৌড়ে পেছনে ফেলেছেন তারই সতীর্থ মোহাম্মদ নবী ও সিকান্দার রাজাকে। ২৯৬ রেটিং পয়েন্ট নিয়ে দুধাপ এগিয়েছেন। নবী ২৯২ পয়েন্ট নিয়ে আছেন দুইয়ে, রাজা তিনে নেমেছেন ২৯০ পয়েন্ট নিয়ে। ২৪৮ পয়েন্ট নিয়ে চারে বহাল আছেন মেহেদী হাসান মিরাজ।

এছাড়া ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়েছেন ওমরজাই। ৫৯৮ রেটিং পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন শুভমন গিল। দুইয়ে বাবর আজম ও তিনে আছেন হেইনরিখ ক্লাসেন। এক ধাপ এগিয়ে চারে এসেছেন বিরাট কোহলি।

Scroll to Top