ওয়াকফ (সংশোধিত) আইন ঘিরে আবারও অশান্তির রূপ নিল মুর্শিদাবাদের সুতি থানার সাজুর মোড় এলাকা। শুক্রবার দুপুর থেকে উত্তেজনার পারদ চড়তে শুরু করে, যখন একাধিক সংগঠনের ডাকে আয়োজিত বিক্ষোভ মিছিল জাতীয় সড়কে অবরোধ করার চেষ্টা করে।
আনন্দবাজার জানিয়েছে, ওয়াকফ (সংশোধিত) আইনের বিরোধিতায় গত কয়েক দিন ধরে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা উত্তপ্ত। জঙ্গিপুর, সুতির মতো এলাকায় পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াচ্ছেন বিক্ষোভকারীরা। শুক্রবার সুতি এবং সামসেরগঞ্জ এলাকার কয়েক হাজার মানুষ একাধিক মিছিলে নামেন।
মিছিলে যোগদানকারীরা যখন সাজুর মোড় এলাকার কাছাকাছি ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা করেন, তখন পুলিশ বাধা দেয়। অভিযোগ, সেই সময় বিক্ষোভকারীদের কয়েকজন বোমা ছোড়েন। সেই সঙ্গে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাথরও। তাতে বেশ কয়েক জন পুলিশকর্মী আহত হন। জখম হন পথচলতি সাধারণ মানুষও।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, আরও বাহিনী পাঠানো হয়েছে ওই এলাকায়। তবে বিকেল ৫টা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। এখন প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের উদ্দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অশান্তির সূত্রপাত হয় সুতির সাজুর মোড় এলাকায়। সেখানে একাধিক মিছিল এসে জড়ো হচ্ছিল। আটকে দেওয়া হয় রাস্তা। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে উত্তেজনা ছড়ায়। মিছিলে যোগদানকারী কয়েক জন যুবক ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন। পুলিশ বাধা দেয়। তখন পুলিশের উপর ইট-পাথর ছোড়া হয়।