ওভাল টেস্টের দ্বিতীয় দিনে দাপট দেখিয়েছেন মোহাম্মদ সিরাজ ও গাস অ্যাটকিনসনরা। এদিন মোট ১৫ উইকেট তুলে নিয়েছেন দুদলের বোলাররা। ব্যাটারদের আশা যাওয়ার মিছিলে অনন্য রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের জো রুট। ছাড়িয়ে গেছেন শচীন টেন্ডুলকারকে।
শুক্রবার ২৯ রানে আউট হন রুট। তাতে টেস্টে ঘরের মাঠে সবচেয়ে বেশি রানের তালিকায় টেন্ডুলকারকে ছাড়িয়ে যান। ইংল্যান্ডে ৭,২২০ রান করে এই তালিকার দুইয়ে এখন রুট। তিনে নেমে যাওয়া টেন্ডুলকার ভারতের মাটিতে করেছেন ৭,২১৬ রান। শীর্ষে রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাবেক ঘরের মাটিতে সর্বোচ্চ ৭,৫৭৮ রান করেছেন।
এদিন আরও একটি কীর্তি গড়েছেন রুট। প্রথম ব্যাটার হিসেবে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ২ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেছেন। দেশটির বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে এখন ৩৪ বর্ষী ব্যাটারের রান ২,০০৬। অস্ট্রেলিয়ায় ভারতের বিপক্ষে ১,৮৯৩ রান করে তালিকায় দুইয়ে আছেন পন্টিং।
টসে হেরে আগে ব্যাটে নেমে ভারতের প্রথম ইনিংস থামে ২২৪ রানে। জবাবে নেমে ইংলিশরা গুটিয়ে যায় ২৪৭ রানে। ২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ২ উইকেটে ৭৫ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারী দল। ৫২ রানে এগিয়ে থাকা ভারতের হয়ে যশ্বী জয়সওয়াল ৫১ রানে এবং আকাশ দীপ ৪ রানে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।
৬ উইকেটে ২০৪ রানে দ্বিতীয় দিনে ব্যাটে নামে ভারত। এদিন মাত্র ৫ ওভার ৪ বল ব্যাট করে ২০ রান যোগ করেই গুটিয়ে যায় ভারতের ইনিংস।
প্রথম ইনিংসে ভারত ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫৭ রান করেন করুণ নায়ের। সাই সুদর্শন করেন ৩৮ রান। বাকিদের মধ্যে ওয়াশিংটন সুন্দর ২৬ এবং শুভমন গিল ২১ রান করেন।
ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন ২১.৪ ওভারে ৪৬ রান খরচায় ৫ উইকেট নেন। ভারতের বিপক্ষে তার প্রথম এবং ক্যারিয়ারের চতুর্থ ফাইফার এটি। ৩ উইকেট নেন জশ টাং, ক্রিস ওকস নেন এক উইকেট।
জবাবে নেমে ফিফটি করেন দুই ইংলিশ ব্যাটার জ্যাক ক্রলি ও হ্যারি ব্রুক। ক্রলি ৫৭ বলে ৬৪ রান এবং ৬৪ বলে ৫৩ রান করেন ব্রুক। বাকিদের মধ্যে বেন ডাকেট ৩৮ বলে ৪৩ এবং জো রুট ৪৫ বলে ২৯ রান করেন। ক্রিস ওকস চোটের কারণে নামেননি ব্যাটিংয়ে, তাতে ইংলিশদের ইনিংস থামে ২৪৭ রানে।
ভারতীয় বোলারদের মধ্যে চারটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা। আকাশ দীপ নেন এক উইকেট।
২৩ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ১৮ ওভার ব্যাট করেছে ভারত। সফরকারীদের ভালো শুরু এনে দেন যশ্বী জয়সওয়াল। তবে ৪৬ রানে প্রথম উইকেট হারায়। ৭ রান করে ফিরে যান লোকেশ রাহুল। ৭০ রানে দ্বিতীয় উইকেট হারায় দলটি। সাই সুদর্শন ফেরেন ১১ রান করে। পরে নাইটওয়াচম্যান হিসেবে নামা আকাশ দীপকে সঙ্গী করে ফিফটি পূর্ণ করার পাশাপাশি দিনের খেলা শেষ করেন জয়সওয়াল।
দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত গাস অ্যাটকিসন ও জশ টাং একটি করে উইকেট নিয়েছেন।