এ রাজ্যের মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগকে হাতিয়ার করে আজও বিক্ষোভ অবস্থান

এ রাজ্যের মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগকে হাতিয়ার করে আজও বিক্ষোভ অবস্থান

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: মহিলা তৃণমূলের মণিপুর ইস্যুর পাল্টা এবার পথে নেমেছে বিজেপির মহিলা মোর্চাও। মণিপুর ইস্যুতে বুধবার তৃণমূল মহিলা সংগঠন কলকাতায় মিছিল করে। বিজেপির মহিলা মোর্চা মূলত এ রাজ্যের মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগকে হাতিয়ার করে দু’দিনব্যাপী বিক্ষোভ অবস্থানের ডাক দিয়েছে। শ্যামবাজার মেট্রো স্টেশনের কাছে গতকাল, বুধবারের পর আজ, বৃহস্পতিবার হবে এই ধরনা, বিক্ষোভ অবস্থান কর্মসূচি। বিজেপির মহিলা মোর্চার অভিযোগ, ‘‘বাংলার নারীরা প্রতিনিয়ত শোষিত, লাঞ্ছিত, ধর্ষিত ও নিপীড়নের শিকার হচ্ছেন। রাজ্যজুড়ে নারী নির্যাতন, হিংসার রাজনীতি, পঞ্চায়েত নির্বাচন পরবর্তী সময়েও তা অব্যাহত। এরই প্রতিবাদে দু’দিনব্যাপী সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।’’

আরও পড়ুন– আপনার রাতে হাঁচি হয়? এখনই সতর্ক না হলে বিপদ বাড়তে পারে! এই ভিডিও দেখলেই স্পষ্ট

বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, ‘‘পঞ্চায়েত ভোটের পরেও মালদহ, পাঁচলা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। তারই প্রতিবাদে আমরা পথে নামছি।’’ এরপরেও যদি পুলিশ প্রশাসন নীরব থাকে তাহলে আগামী দিনে রাজ্যজুড়ে আরও বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছে বিজেপির মহিলা মোর্চা নেতৃত্ব। ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ ।

এ রাজ্যের মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগকে হাতিয়ার করে আজও বিক্ষোভ অবস্থান

গত বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রাজ্যজুড়ে এভাবেই প্রচারে নেমেছিল তৃণমূল কংগ্রেস। আর এবার পঞ্চায়েত নির্বাচন মিটতেই তৃণমূল কংগ্রেসকে নিশানা করে লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে কার্যত মহিলাদের সমর্থন আদায়ের লক্ষ্যেই ‘আমিও বাংলার মেয়ে’ শীর্ষক অনেকটা তৃণমূলের আদলে প্রচার পোস্টারে শাসকের বিরুদ্ধে পথে নেমেছে বিজেপির মহিলা মোর্চা।

Published by:Siddhartha Sarkar

First published:

Tags: Bengal BJP, West Bengal BJP

Scroll to Top