এ যেন স্মৃতিময় রঙিন শৈশবে ফেরা

এ যেন স্মৃতিময় রঙিন শৈশবে ফেরা

লাল, নীল, বেগুনি, সবুজ—প্রত্যেকের হাতে-মুখেই নানা রঙের ছোঁয়া। পরনের সাদা শাড়ি, থ্রিপিসটাতেও লেগেছে রঙের ছাপ। তবে তাতে আক্ষেপ নেই কারোই। বরং উচ্ছ্বাস আর আনন্দে উদ্বেলিত সবাই। গানের ছন্দে, বাজনার তালে নেচে, গেয়ে রং মেখে এই উদ্‌যাপন যেন একসঙ্গে আবার শৈশবে ফেরার।

শতবর্ষী বাগেরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দুই দিনব্যাপী পুনর্মিলনী উৎসবের শেষ দিন আজ বুধবার সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল এই চিত্র। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাস আর বন্ধু-সহপাঠীদের কাছে পেয়ে রঙের খেলায় মেতে ছিলেন সবাই।

পুনর্মিলনী উৎসবে এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে ছিল রঙের উৎসব। এতে সহস্রাধিক প্রাক্তন ছাত্রী অংশ নেন।

Scroll to Top