এস কে সুর চৌধুরীর স্ত্রী-কন্যাসহ তিনজনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র – DesheBideshe

এস কে সুর চৌধুরীর স্ত্রী-কন্যাসহ তিনজনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র – DesheBideshe



এস কে সুর চৌধুরীর স্ত্রী-কন্যাসহ তিনজনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র – DesheBideshe

ঢাাক, ২৯ মে – নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৯ মে) তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০২৪ সালের ২৩ ডিসেম্বর তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বলেন, ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরী এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হকের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় দেশের আর্থিক খাতে সমালোচিত নাম প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার ফিরিয়ে আনতে কাজ করছে দুদক।

আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে এস কে সুর কে তলব করে দুদক। এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান। গত ১৪ জানুয়ারি এস কে সুরকে গ্রেপ্তার করা হয়। সুর চৌধুরী ও পরিবারের নামে প্রায় ২ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে বলে জানা গেছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৯ মে ২০২৫



Scroll to Top