এস্টারের দুই শাখায় ইকবালের মনোনয়ন

এস্টারের দুই শাখায় ইকবালের মনোনয়ন

বিশ্বের প্রথমসারির গবেষক-শিক্ষাবিদ, নোবেলজয়ী সাহিত্যিক ও  সিনেমাবোদ্ধাদের সংগঠন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ফিল্ম, সায়েন্স অ্যান্ড আর্টস (আইআইএএফএসএ)। সংস্থাটির ফেলোদের তালিকায় আছেন নোবেলজয়ী লেখক ওরহান পামুক, জে এম কুতসি, কাজুয়ো ইশিগুরোর মতো খ্যাতিমান ব্যক্তিত্ব। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক এই সংগঠন সম্প্রতি চালু করেছে এস্টার অ্যাওয়ার্ড। শিল্প, বিজ্ঞান ও বুদ্ধিবৃত্তিক মূল্যায়নের সম্মিলিত আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেওয়া হবে এ পুরস্কার। পুরস্কারটির দুটি শাখায় মনোনয়ন পেয়েছেন ইকবাল হোসাইন চৌধুরী।

Scroll to Top