নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সিরিজটি আয়োজন করা হলেও আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে গড়াতে চলা টুর্নামেন্ট নিয়ে ভাবছে না টিম টাইগার্স। বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স জানালেন, তার ভাবনায় এখন কেবল নেদারল্যান্ডস সিরিজ।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। তার আগের দিন সংবাদ সম্মেলনে এসেছেন ফিল সিমন্স। সেখানে জানান এমন।
বলেছেন, ‘ফাইনালে যেতে হলে সেটার আগে আপনাকে প্রাথমিক ধাপগুলো পার করতে হবে। আমি এশিয়া কাপ নিয়ে ভাবছি না, এশিয়া কাপ আসবে এই সিরিজের পরে। এখন আন্তর্জাতিক একটি দলের বিপক্ষে আন্তর্জাতিক একটি সিরিজ খেলছি আমরা। এখন এই সিরিজ নিয়েই ভাবছি।’
এশিয়া কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ হংকং, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। নেদারল্যান্ডস সিরিজ বাংলাদেশের আদর্শ প্রস্তুতি কিনা এমন প্রশ্নও এসেছিল সিমন্সের সামনে। ক্যারিবিয়ান এই কোচ অবশ্য এসব পরোয়া না করে আন্তর্জাতিক ম্যাচ খেলাকেই আদর্শ হিসেবে দেখছেন। বাংলাদেশ কেমন ক্রিকেট খেলছে সেটাই প্রাধান্য পাচ্ছে তার কাছে।
বলেছেন, ‘আমি জানি না আদর্শ পরিস্থিতি বলতে কী বুঝাচ্ছেন। আমার কাছে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা মানেই আদর্শ পরিস্থিতি। কারণ প্রতি ক্ষেত্রেই আপনাকে স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হবে। সিরিজ জিততে হলে আমাদের ভালো খেলতে হবে।’
‘সিরিজ জেতার জন্য শীর্ষে থাকা দলের বিরুদ্ধে খেললেও আমাদের একটা ভালো স্ট্যান্ডার্ডে খেলতে হবে। ফলে আমাদের জন্য ব্যাপারটা হচ্ছে, শ্রীলঙ্কায় যা করেছি তা চালিয়ে যাওয়া এবং আরও উন্নতি করা। কাদের সাথে খেলছি তা ব্যাপার নয়, আমরা কীভাবে খেলছি এবং উন্নতি করছি সেটাই আমার কাছে জরুরি ব্যাপার।- যোগ করেন তিনি।