এশিয়া কাপ টিম অব দ্য টুর্নামেন্টে সাকিব, ভারতেরই ৬ জন

এশিয়া কাপ টিম অব দ্য টুর্নামেন্টে সাকিব, ভারতেরই ৬ জন
এশিয়া কাপ টিম অব দ্য টুর্নামেন্টে সাকিব, ভারতেরই ৬ জন

গতরাতে শেষ হয়েছে ২০২৩ এশিয়া কাপের আসর। আজ টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করল ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন-ক্রিকইনফো। চ্যাম্পিয়ন দল ভারতের মোট ৬ ক্রিকেটার জায়গা পেলেন, আছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও। সর্বোচ্চ উইকেট শিকারী মাথিশা পাথিরানার জায়গা হয়নি। 

এশিয়া কাপ শেষ। অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হল ভারত। ইএসপিএন-ক্রিকইনফোর বাছাই করা টিম অব দ্য টুর্নামেন্টে সর্বোচ্চ ৬ জন ভারতের। রানার আপ দল শ্রীলঙ্কার আছেন ৩ ক্রিকেটার। বাংলাদেশ ও পাকিস্তানের একজন করে নির্বাচিত হলেন। তবে সবচেয়ে অবাক করা কাণ্ড, টুর্নামেন্টের শীর্ষ উইকেট শিকারী (১১ উইকেট) পেসার মাথিশা পাথিরানা নির্বাচত হননি এই সেরা একাদশে।

শুবমান গিল এবং রোহিত শর্মা – ভারতের ওপেনার, এবং টুর্নামেন্ট সেরা দলের ওপেনারও তারা। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক রোহিত শর্মাকেই রাখা হল নেতৃত্বে। আর শুবমান গিল মোট ৩০২ রান নিয়ে টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহক। তিন নম্বরের জন্য বিবেচিত হলেন লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস। ৬ ইনিংসে ৪৫ গড়ে তিনি সংগ্রহ করেন ২৯০ রান। উইকেটরক্ষকের ভূমিকায় ভারতের লোকেশ রাহুল। ব্যাট হাতে রাহুল ১৬৯ রান করার পাশাপাশি উইকেটের পেছনে দাঁড়িয়ে ৮টি উইকেট শিকারে অবদান রাখেন।

মোট ১৭৯ রান করা চারিথ আসালাঙ্কা নির্বাচিত হলেন ৫ নম্বর পজিশনের জন্য। এরপর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের নাম। দলকে ফাইনালে নিয়ে যেতে না পারলেও সাকিব অলরাউন্ড পারফর্ম্যান্সে অবদান রাখেন পুরো আসর জুড়ে। ৪৩.২৫ গড়ে করেন মোট ১৭৩ রান, বল হাতে সাকিবের ঝুলিতে আছে ৩ উইকেট। আরেক অলরাউন্ড হার্দিক পান্ডিয়া এই দলে আছেন ৯২ রান ও ৬ উইকেট শিকার করে। 

লঙ্কান তরুণ অলরাউন্ডার দুনিথ ওয়েল্লালাগে স্বাভাবিকভাবেই জায়গা করে নিয়েছেন এই দলে। তার সাথে আরেক স্পিনার কুলদ্বীপ যাদব। আর পেস আক্রমণে রাখা হয়েছে শাহীন শাহ আফ্রিদি ও ফাইনালের সেরা খেলোয়াড় মোহাম্মদ সিরাজকে। 

ইএসপিএন-ক্রিকইনফোর এশিয়ার প্রতিবেদকদের ভোটের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে এশিয়া কাপ ২০২৩ টিম অব দ্য টুর্নামেন্ট। বাছাই প্রক্রিয়ায় অংশ নেন শ্রীলঙ্কার অ্যান্ড্রু ফিদেল ফার্নান্দো, বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম, সাব-এডিটর এস সুদর্শনান, সিনিয়র সাব-এডিটর শশাঙ্ক কিশোর, সহকারী সম্পাদক সিদ্ধার্থ মঙ্গা এবং ভারত প্রতিনিধি যশ ঝা। 

ইএসপিএন-ক্রিকইনফোর চোখে এশিয়া কাপ ২০২৩ টিম অব দ্য টুর্নামেন্ট-

শুবমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), কুশল মেন্ডিস, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, সাকিব আল হাসান, হার্দিক পান্ডিয়া, দুনিথ ওয়েল্লালাগে, শাহীন শাহ আফ্রিদি, কুলদ্বীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

Scroll to Top