এশিয়া কাপের ভেন্যু ও সূচি চূড়ান্ত করল এসিসি

এশিয়া কাপের ভেন্যু ও সূচি চূড়ান্ত করল এসিসি
এশিয়া কাপের ভেন্যু ও সূচি চূড়ান্ত করল এসিসি

দীর্ঘ অপেক্ষার পর, অনেক জল্পনা-কল্পনার অবসান করে এশিয়া কাপ ২০২৩ এর সূচি ও ভেন্যু প্রকাশ করল এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল)। পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দেশেই হবে এশিয়া কাপের এবারের আসরের ম্যাচ। 

আজ (১৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসিসি জানিয়েছে হাইব্রিড মডেলেই হচ্ছে এবারের এশিয়া কাপ।

৩১ আগস্ট শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর পর্দা নামবে এশিয়া কাপ ২০২৩ এর। যেখানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল- ৬ দল মিলে খেলবে ১৩ টি ম্যাচ।

ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের ৪ ম্যাচ হবে এই আসরের মূল আয়োজক পাকিস্তানে। বাকি ৯ ম্যাচ হবে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়।

গত মে মাসে এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপের জন্য প্রথমবারের মতো নির্বাচিত হয়েছে নেপাল। তারা গ্রুপ ‘এ’ তে ভারত, পাকিস্তানের সঙ্গী। আর বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা আসন্ন এশিয়া কাপের গ্রুপ ‘বি’ তে।

গ্রুপ পর্বে প্রতিটি দল বাকি দুই দেশের সাথে একটি করে ম্যাচ খেলবে। ৬ দলের মোট ৪ টি (প্রতি গ্রুপ থেকে ২ টি) উঠবে সুপার ফোর রাউন্ডে। একটি করে দল প্রথম রাউন্ড শেষে বাদ পড়বে। সুপার ফোরে একে অপরের মুখোমুখি হবে একটি করে ম্যাচে। সেরা দুই দল পাবে ফাইনালের টিকিট।

৬ দলের এশিয়া কাপে মাঠে গড়াবে মোট ১৩ ম্যাচ। সুপার ফোর রাউন্ড ও ফাইনাল হবে শ্রীলঙ্কায়। গ্রুপ পর্বে ভারতের দুই ম্যাচ বাদে বাকি ৪ টি হবে পাকিস্তানে। এই হিসাবে পাকিস্তান গ্রুপ পর্বে নিজেদের মাঠে খেলবে কেবল নেপালের বিপক্ষে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান দুটি করে ম্যাচ খেলবে পাকিস্তানে।

Scroll to Top