এশিয়ান গেমসে আসিফ-খুশদিলদের অধিনায়ক কাশিম

এশিয়ান গেমসে আসিফ-খুশদিলদের অধিনায়ক কাশিম
এশিয়ান গেমসে আসিফ-খুশদিলদের অধিনায়ক কাশিম

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার কাশিম আকরাম। চীনের হাংজু শহরে সেপ্টেম্বরের ২৮ তারিখ থেকে অক্টোবরের ৭ তারিখ পর্যন্ত এই টুর্নামেন্ট বসবে। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে এবারের আসরটি।

পাকিস্তান শাহীন’স নাম নিয়ে এশিয়ান গেমসে অংশ নিতে যাচ্ছে পাকিস্তান দল। দলে অধিনায়কের দায়িত্বে থাকবেন ২০ বছর বয়সী কাশিম আকরাম। যার ২০ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। আছে ৪০ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা। অনূর্ধ-১৯ দলকে নেতৃত্ব দিয়েছেন ২০২২ অনূর্ধ-১৯ বিশ্বকাপে। স্কোয়াডের ৮ জন সদস্যের ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা হয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে যারা ইতোমধ্যে এসেছেন, তাঁদের মধ্যে আছেন; আমির জামাল, আরশাদ ইকবাল, আসিফ আলি, হায়দার আলি, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির। এছাড়াও অন্যরা পাকিস্তান শাহীন’স-এর সাথে কোন না কোনোভাবে যুক্ত ছিলেন বা আছেন।

কিছুদিন আগে পাকিস্তান শাহীন’স ইমার্জিং এশিয়া কাপে ভারতীয়-এ দলকে পরাজিত করে শিরোপা জিতেছে। শুধু জেতেই নি, ১০৮ রানের বড় জয় ছিল সেটি। পাকিস্তানের দলটি একবারই এশিয়ান গেমসে অংশ নিয়েছিল, সেটি ২০১০ সালের কথা। সেবার তাঁরা ব্রোঞ্জ পদক জিতে নেয়।

এশিয়ান গেমসের জন্য পাকিস্তান শাহীন’স স্কোয়াডঃ

কাশিম আকরাম (অধিনায়ক), ওমাইর বিন ইউসুফ (সহ-অধিনায়ক), আমির জামাল, আরাফাত মিনহাস, আরশাদ ইকবাল, আসিফ আলি, হায়দার আলি, খুশদিল শাহ, মির্জা তাহির বেগ, মোহাম্মদ হাসনাইন, মুহাম্মদ আখলাক (উইকেটরক্ষক), রোহেল নাজির, শাহনেওয়াজ দাহানি, সুফিয়ান মুকিম, উসমান কাদির।

নন-ট্র্যাভেলিং রিজার্ভঃ

আব্দুল ওয়াহিদ বাঙ্গালজাই, মেহরান মমতাজ, মোহাম্মদ ইমরান জুনিয়র, মুহাম্মদ ইরফান খান নিয়াজী, মুবাসির খান

প্লেয়ার সাপোর্টঃ

শহীদ আসলাম (প্রধান কোচ-কাম-ম্যানেজার), উমর রশিদ (বোলিং কোচ), হানিফ মালিক (ব্যাটিং ও ফিল্ডিং কোচ), হাফিজ নাঈম উল রসুল (ফিজিওথেরাপিস্ট)।

Scroll to Top