এশিয়ান কাপ নিশ্চিত করে যা বললেন মনিকা চাকমা | চ্যানেল আই অনলাইন

এশিয়ান কাপ নিশ্চিত করে যা বললেন মনিকা চাকমা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মিয়ানমারে মেয়েদের এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে খেলতে এসে দারুণ পারফর্ম করেছে বাংলাদেশ। প্রথমবার এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে টিম টাইগ্রেস। প্রথমবার এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করায় দারুণ খুশি বাংলাদেশ।

বাছাইপর্বে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষেও বড় জয় তুলেছে আফঈদা খন্দকারের দল। ৭-০ গোলের বিশাল জয়ের পর সংবাদ মাধ্যমে কথা বলেছেন মিডফিল্ডার মনিকা চাকমা। আজকের এ অর্জনের জন্য সতীর্থদের ধন্যবাদ জানাতে ভুল করেননি এ তারকা।

ম্যাচের পর মনিকা বলেন, ‘আজকে অনেক অনেক ভালো লাগতেছে। কেননা আজকে আমরা ২০২৬ মেয়েদের এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছি। তাই আজকে আমরা অনেক অনেক খুশি। আমরা চাই এভাবে ম্যাচের পর ম্যাচ খেলে আরও ভালো করতে।’

‘আজকের দিনের জন্য আমার সব সতীর্থকে ধন্যবাদ জানাতে চাই। কেননা তারা সবাই দলকে অনেক সহায়তা করেছে।’

নিজের ভক্ত-সমর্থকদের ভুলে যাননি মনিকা। তাদের উদ্দেশ্যে বলেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ। আমার ভক্ত-সমর্থকদেরও অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আমি চাই তারা সবাই আমাকে এমনভাবে অনেক সমর্থন করে যাক।’

বাছাইপর্বের তিন ম্যাচের সবকটিতে জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমার ২-১ গোলে হারায়। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

Scroll to Top