এলো ট্রেইলার, নতুন সুপারম্যানের প্রতিপক্ষ আরও ভয়ঙ্কর

এলো ট্রেইলার, নতুন সুপারম্যানের প্রতিপক্ষ আরও ভয়ঙ্কর

বহু প্রতিক্ষীত সুপারম্যান সিনেমার ট্রেইলার প্রকাশ পেল। পরিচালক এবং ডিসি স্টুডিওর কর্ণধার জেমস গান গতকাল (বৃহস্পতিবার) নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। 

প্রথম দৃশ্যই ভক্তদের একেবারে অবাক করে দিয়েছে। অসীম ক্ষমতার অধিকারী সুপারম্যান হঠাৎ আকাশ থেকে এসে বরফে ঘেরা একস্থান আছড়ে পড়ে। স্পষ্টই বোঝা যায়, কেউ তাকে দূর থেকে ছুড়ে মেরেছে। রক্তাক্ত অবস্থায় শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার, দাঁড়াতে পারছেন না নিজের পায়েও। হুইসেল দিয়ে পোষ্য ক্রিপ্টোকে ডেকে বলছেন তাকে বাড়ি নিয়ে যেতে। ট্রেইলার দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে, সুপার ভিলেন ল্যাক্স লুথারের বুদ্ধিমত্তা ভালই নাজেহাল করেছে ক্রিপ্টন প্লানেটের শেষ উত্তরসূরীকে।

এলো ট্রেইলার, নতুন সুপারম্যানের প্রতিপক্ষ আরও ভয়ঙ্কর
সুপারম্যান চরিত্রে ডেভিড কোরেন্সওয়েট / ছবি: ইন্সটাগ্রাম


ট্রেইলারে ক্লার্ক কেন্টের চরিত্রে ডেভিড কোরেন্সওয়েট এবং লোইস লেনের চরিত্রে র‌্যাচেল ব্রোসনাহান সামনে এসেছেন। তাদের দু’জনের রসায়ন ভক্তদের মন জয় করেছে ইতোমধ্যেই। এছাড়াও ভিলেন লেক্স লুথারের চরিত্র ফুটিয়ে ‍তুলেছেন নিকোলাস হোল্ট। বড়পর্দায় এই প্রথমবার দেখা যাবে সুপারম্যানের পোষা কুকুর ক্রিপ্টোকে।

হেনরি কেভিল অভিনীত সুপারম্যান চরিত্র অমিমাংসিত অবস্থায় শেষ করে দিয়েছিল ডিসি। তাই ভক্তদের মাঝে নতুন সুপারম্যানের গ্রহণযোগ্যতা তৈরি করা একটা বেশ বড় চ্যালেঞ্জই ছিল।

সুপারহিরো জনরায় কমিকর ক্ষেত্রে ডিসি কমিকসের রাজত্ব থাকলেও লাইভ অ্যাকশন সিনেমায় সেই দাপট ধরে রাখতে পারেনি ডিসির প্রোডাকশন হাউজ। একের পর এক ভুল সিদ্ধান্তের মাশুল গুণতে হয়েছে। মার্ভেলের সাথে প্রতিযোগিতায় এবার সমানে সমান টক্কর দিতে প্রস্তুত ডিসিও। জেমস গান যেন কোমর বেঁধে নেমেছেন।

সুপারম্যান সিনেমার পোস্টার / ছবি: ইন্সটাগ্রাম


জেমস গানের ‘সুপারম্যান লেগেসি’ যা এখন নাম পরিবর্তন করে ‘সুপারম্যান’ নামে প্রকাশিত হচ্ছে, এই সিনেমা দিয়েই ডিসি ইউনিভার্সের নতুন সূচনা হলো। ‘গডস এন্ড মন্স্টার’ ফেইজের প্রথম সিনেমা ‘সুপারম্যান’-এর মাধ্যমে সফট রিবুট করা হলো। এর আগে মার্ভেলের ‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি’ ফ্রাঞ্চাইজি পরিচালনার দায়িত্বে ছিলেন জেমস গান। এই সুপার হিরো টিম কমিকে তেমন পরিচিত না হলেও, জেমসের বদৌলতে সিনেমার মাধ্যমে ভক্তদের প্রিয় ট্রিওলজি বনে যায়। এই ফ্রাঞ্চাইজির ৩ টি সিনেমাই ব্যবসা সফল হওয়ার  পাশাপাশি, সমালোচকদের থেকে ভালো রেটিংও পায়। তার পরিচালনায় নতুনভাবে সাজানো ডিসিকে নিয়ে ভক্ত এবং প্রযোজনা সংস্থার সকলেই আশাবাদী।  ‘সুপারম্যান’ সিনেমাটি প্রকাশ পাবে ১১ জুলাই, ২০২৫ তারিখে।   

সুপারম্যান সিনেমার পোস্টার / ছবি: ইন্সটাগ্রাম


২ মিনিটের টিজার ট্রেইলারে সিনেমার বেশ অনেকগুলো দৃশ্য ফুটে উঠেছে। হিরো, ভিলেন সহ সব গুরুত্বপূর্ণ চরিত্রে ঝলক দেখে ভক্তদের পিপাসা আরও যেন বেড়ে গেল।   

Scroll to Top