এমবাপ্পেহীন রিয়ালের ভায়েকানোর সঙ্গে ৩–৩ গোলের ড্র

এমবাপ্পেহীন রিয়ালের ভায়েকানোর সঙ্গে ৩–৩ গোলের ড্র

ম্যাচটি ভায়োকাসে, রিয়াল মাদ্রিদের জন্য এটাই ছিল শঙ্কার। রায়ে ভায়েকানোর এই মাঠে আজকের আগে সর্বশেষ চার ম্যাচের তিনটিতেই পয়েন্ট হারিয়েছে রিয়াল। সেই শঙ্কা নিয়েই এবারও যদি রিয়াল ভায়োকাসে গিয়ে থাকে, শুরুতে সেটা আরও একবার তাদের সেটা ঘিরে ধরার কথা। কারণ, এই ম্যাচে যে ৪ মিনিটেই পিছিয়ে পড়ে তারা। ৩৬ মিনিটে ব্যবধান ২–০ করে ভায়েকানো।

প্রথমার্ধেই ৬ মিনিটের দুর্দান্ত এক স্পেলে ফেদেরিকো ভালভের্দে ও জুড বেলিংহামের দুই গোলে সমতায় ফেরে রিয়াল। পরে রদ্রিগোর গোলে এগিয়েও যায় তারা। কিন্তু শেষ পর্যন্ত ৩–৩ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রিয়ালকে। এই ড্রয়ের  পর ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লা লিগায় দ্বিতীয় স্থানে আছে রিয়াল। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

Scroll to Top