এবার সবাই মুক্ত পরিবেশে ঈদ পালন করছেন: মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

এবার সবাই মুক্ত পরিবেশে ঈদ পালন করছেন: মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত কয়েক বছরের তুলনায় এবার দেশবাসী একটি মুক্ত ও স্বস্তিদায়ক পরিবেশে ঈদ পালন করতে পেরেছেন।

আজ (৩১ মার্চ) সোমবার ঈদের দিনে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে তিনি এই মন্তব্য করেন। এসময় বিএনপির সিনিয়র নেতারাও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

;

এরপর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে বলেন, গণতন্ত্রের জন্য জনগণের যে সংগ্রাম, সেই প্রত্যাশা যেন পূরণ হয়।

চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সবাই যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলেই গণতন্ত্র ফিরে আসবে।

Scroll to Top