এবার ‘প্রেস ম্যাচ’ বয়কট করল ভারত | চ্যানেল আই অনলাইন

এবার ‘প্রেস ম্যাচ’ বয়কট করল ভারত | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মেলবোর্নের জাংশন ওভালে ভারত-অস্ট্রেলিয়ার সংবাদকর্মীদের নিয়ে একটি টি-টুয়েন্টি ম্যাচের আয়োজন রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পাঁচ টেস্টের সিরিজ খেলতে ভারত দেশটিতে পা রেখেছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। সিডনি টেস্টের মধ্য দিয়ে ৭ জানুয়ারি শেষ হবে সিরিজ। দুমাসের দীর্ঘ সিরিজে সাংবাদিকদের ব্যস্ততায় কিছুটা ভিন্নতা আনতে উদ্যোগ নিয়েছিল সিএ। সেই প্রেস ম্যাচটি বয়কট করেছেন সফরকারী ভারতের সাংবাদিকরা।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ২৬ ডিসেম্বর বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিন ম্যাচ শেষে ১-১এ সমতায় দুদল।

দুই দেশের রোমাঞ্চকর ও সৌহার্দ্যপূর্ণ লড়াই ক্রমে গড়াচ্ছে তিক্ততার দিকে। শুরুটা হয় ভারত দল মেলবোর্নে পৌঁছাতেই। বিমানবন্দরে অস্ট্রেলিয়ার এক নারী সাংবাদিকের সঙ্গে বিরাট কোহলির তর্কে জড়ানোর ঘটনায়। অজি সংবাদমাধ্যমে আসে, মেলবোর্ন বিমানবন্দরে নেমেই এক নারী সাংবাদিকের দিকে তেড়ে যান বিরাট কোহলি। তার ধারণা হয়েছিল- ওই সাংবাদিক সঙ্গে থাকা স্ত্রী আনুষ্কা শর্মা ও দুই সন্তানের ভিডিও ধারণ করছিলেন। যা দেখে ক্ষুব্ধ কোহলি চ্যানেল নাইনের সেই সাংবাদিককে শাসান। কোহলিকে অবশ্য পাল্টা জবাব দিয়ে সাংবাদিক বলেছিলেন, ‘বিমানবন্দর একটি পাবলিক প্লেস। তাই ছবি তুলতে গেলে অনুমতির প্রয়োজন নেই।’

এরপর শনিবার মাঠে রবীন্দ্র জাদেজার সংবাদ সম্মেলন নিয়ে উঠে আসে আরেক বিতর্কিত ঘটনা। অজি সংবাদ মাধ্যমগুলোর অভিযোগ, জাদেজা শুধু হিন্দি প্রশ্নের উত্তর দিয়ে প্রেসবক্স ছেড়েছেন। স্বাগতিক সাংবাদিকদের ডেকে এনেও প্রশ্ন করার সুযোগ দেয়া হয়নি। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমে অজিদের ‘প্রোপাগান্ডা’র জবাব দিয়ে লেখা হয়, টিম বাস চলে যাচ্ছিল বলেই জাদেজা চলে গিয়েছিলেন।

GOVT

এসব ঘটনার পর ভারত দলের সংবাদ সম্মেলনে এসেছিলেন আকাশ দীপ। তরুণ পেসারও শুধু হিন্দি প্রশ্নের জবাব দেয়ায় অসন্তোষ বাড়ে অস্ট্রেলিয়ানদের মধ্যে। পরিস্থিতি গুরুতর দিকে মোড় নিয়েছে ভারতীয়দের প্রেস ম্যাচ বয়কট ঘিরে। সাধারণত, যেকোনো লম্বা সফরে বিপুলসংখ্যক সাংবাদিক সিরিজ কভার করতে গেলে প্রেস ম্যাচ আয়োজন করা এক ধরনের ঐতিহ্য।

Shoroter Joba

Scroll to Top