যদি ইলন মাস্ক বা অন্য কেউ বাইটড্যান্সের টিকটক কিনতে আগ্রহ প্রকাশ করে তবে এতে বিনিয়োগের কথা ভাবছে সৌদি যুবরাজের কোম্পানি কিংডম হোল্ডিং (কেএইচসি)।
বুধবার (২২ জানুয়ারি) খালিজ টাইমস এর প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ আলওয়ালিদ বিন তালালের বিনিয়োগকারী কোম্পানি কিংডম হোল্ডিং এর সিইও তালাল ইব্রাহিম আল মাইমান এ তথ্য নিশ্চিত করেন।
প্রতিবেদনে বলা হয়, চীনা মালিকানাধীন জনপ্রিয় এই শর্ট-ভিডিও অ্যাপটির জন্য ক্রেতা খুঁজে বের করার অনুসন্ধান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রে। এর আগে বাইডেন প্রশাসন অ্যাপটি নিষেদ্ধ করলেও নব-নির্বাচিত প্রেসিডেন্টের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে পুনরুজ্জীবিত হয়। এই আদেশের ফলে অ্যাপটির উপর নিষেধাজ্ঞা কার্যকরে আরও ৭৫ দিন বিলম্বিত হবে।
ট্রাম্প বলেছেন, টেসলার সিইও চাইলে মাস্ক অ্যাপটি কিনতে আগ্রহী।
অন্যদিকে মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এবং তার কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ এক্সএআই-তে কেএইচসির ইতোমধ্যেই অংশীদারিত্ব রয়েছে।