এবার এক বাঙালির ইংলিশ চ্যানেল জয়, মেদিনীপুরের মেয়ে বাংলার নাম উজ্জ্বল করলেন

এবার এক বাঙালির ইংলিশ চ্যানেল জয়, মেদিনীপুরের মেয়ে বাংলার নাম উজ্জ্বল করলেন

Last Updated:

Swimmer- জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক পুরস্কার রয়েছে। এবার প্রথম চান্সে সাঁতার দিয়ে পার হলেন ইংলিশ চ্যানেল। নাম জয় করল মেদিনীপুরের। মেদিনীপুরের এই মেয়েকে নিয়ে এখন চর্চা।

ইংলিশ চ্যানেল পার মেদিনীপুরের আফরিনের এবার এক বাঙালির ইংলিশ চ্যানেল জয়, মেদিনীপুরের মেয়ে বাংলার নাম উজ্জ্বল করলেন
ইংলিশ চ্যানেল পার মেদিনীপুরের আফরিনের 

পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুরে মেয়ের রেকর্ড। এবার প্রতিকূল পরিবেশে ইংলিশ চ্যানেল জয় করে নতুন এক মাইলস্টোন মেদিনীপুরের মেয়ের। ইতিহাস সৃষ্টি করলেন মেদিনীপুরের মেয়ে আফরিন জাবি। জয় করলেন ইংলিশ চ্যানেল। মঙ্গলবার রাত ঠিক সাড়ে ন’টা নাগাদ ইংলিশ চ্যানেল জয় করেন আফরিন। খুশির হাওয়া গোটা মেদিনীপুর জেলা জুড়ে। শুধু তাই নয়, ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন সকলে। বেশ কয়েক বছরের কঠোর পরিশ্রম পরিবারের সাহায্য সাঁতার ক্লাবের সহযোগিতায় এক অনন্য দৃষ্টান্ত।

মেদিনীপুরের এক সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারের মেয়ে আফরিন। ছোট থেকেই নেশা সাঁতার। একাধিক চ্যালেঞ্জ সম্পূর্ণ করে বেশ কয়েক মাসের পরিশ্রম এনে দিয়েছে সফলতা। এর আগে গঙ্গাবক্ষে একাধিকবার সাঁতার কেটে জিতেছে পদক। বহরমপুরে আয়োজিত সাঁতার প্রতিযোগিতায়ও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আফরিন।

এবার নতুন চ্যালেঞ্জকে জয় করেছেন তিনি। বেশ কয়েক ঘন্টা প্রতিকূল পরিবেশে সমুদ্রে সাঁতার কেটে জয় করলেন ইংলিশ চ্যানেল। আফরিনকে শুভেচ্ছা জানিয়েছেন জেলাশাসক খুরশিদ আলি কাদেরি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, বিধায়ক সুজয় হাজরা, পুরপ্রধান সৌমেন খান প্রমুখ।

পশ্চিম মেদিনীপুর জেলা সুইমিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শান্তুনু ঘোষ বলেন, “ছোট থেকেই মেদিনীপুর সুইমিং ক্লাবে শেখা আফরিনের। তবে ইংলিশ চ্যানেলে অংশ নেওয়ার জন্য কলকাতার এক জাতীয় স্তরের প্রশিক্ষকের কাছে প্রশিক্ষণও নিয়েছে। প্রতিদিন প্রায় বারো থেকে চোদ্দ ঘণ্টা প্র্যাকটিস করত। ওকে সহযোগিতা করত অন্যান্য সাঁতারুরা। নিজের অদম্য সাহস, সামনে থেকে আসা একের পর এক বিপদ কে এড়িয়ে সাহসিনী আফরিন দুর্গম ইংলিশ চ্যানেল জয় করেছে। ওর সময় লেগেছে মাত্র ১৩ ঘন্টা ৪৫ মিনিট।”

আরও পড়ুন- বীরভূমের মাটিতে চাষ হচ্ছে এই বীজ! কেমন চাহিদা রয়েছে?

আফরিনের বাবা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মেদিনীপুর শহরের বাসিন্দা আফরিন। ছোট থেকে মেদিনীপুর সুইমিং ক্লাবে শেখা তাঁর। ইতিমধ্যে চলতি বছর স্নাতক পাশ করেছেন তিনি। একাধিক শারীরিক পরীক্ষা ও ধাপ পাশ করে মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিট (লন্ডনের সময় ভোর সাড়ে ৩টা ১৫ মিনিট নাগাদ) আফরিন ইংল্যান্ডের ডোভার থেকে যাত্রা শুরু করেন। ডোভার থেকে উত্তর ফ্রান্সের ক্যাপ-গ্রিস-নেজ (Cap Gris Nez.) পর্যন্ত (ডোভার প্রণালী) প্রায় ৩৪ কিলোমিটার (২২ মাইল) দূরত্ব অতিক্রম করতে তাঁর সময় লেগেছে প্রায় ১৩ ঘন্টা ৪৫ মিনিট।

রঞ্জন চন্দ 

বাংলা খবর/ খবর/খেলা/

এবার এক বাঙালির ইংলিশ চ্যানেল জয়, মেদিনীপুরের মেয়ে বাংলার নাম উজ্জ্বল করলেন

Scroll to Top