কলকাতা: পৃথিবীটা ক্রমশ ছোট হতে হতে এখন এসে পৌঁছেছে হাতের মুঠোয়। সেই মুঠো আরও শক্তিশালী হয়ে উঠছে প্রতিদিন। Jio-র সঙ্গে আরও একধাপ এগিয়ে যাচ্ছে ভারত। মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর Jio চালু করে দিল JioAirFiber পরিষেবা। একটি বাড়িতে একটিই সংযোগ, আর তা দিয়েই পাওয়া যাবে বিনোদন, স্মার্ট হোম সার্ভিস এবং হাই-স্পিড ব্রডব্যান্ড।
৮টি শহরে এই পরিষেবা চালু হয়ে গেল। এর মধ্যে রয়েছে কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বই, পুণে, হায়দরাবাদ, বেঙ্গালুরু, আহমেদাবাদ। এর ফলে কানেকশন সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করা অনেক সহজ হবে বলে মনে করছেন Jio কর্তৃপক্ষ। তাঁদের দাবি, এর ফলে ভারতের প্রতিটি বাড়ি, প্রতিটি ক্ষুদ্র ব্যবসার উন্নতি হবে, যা আসলে দেশকে একটি প্রিমিয়ার ডিজিটাল সোসাইটিতে রূপান্তরিত করতে পারবে।
আরও পড়ুন– ১৬ হাজার কোটি টাকার হোটেলে রাত কাটান না কেউ; কী এমন রহস্য, জানলে তাজ্জব লাগবে
বর্তমানে Jio-র অপটিক্যাল ফাইবার পরিকাঠামো ভারত জুড়ে প্রায় ১.৫ মিলিয়ন কিলোমিটারের বেশি এলাকায় বিস্তৃত।
JioAirFiber লঞ্চের সময় রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড-এর চেয়ারম্যান আকাশ আম্বানি বলেন, ‘‘আমাদের বিস্তৃত ফাইবার-টু-দ্য-হোম সার্ভিস JioFiber, ইতিমধ্যেই পরিষেবা দিচ্ছে ১০ মিলিয়নেরও বেশি গ্রাহককে। প্রতি মাসে আরও কয়েক হাজার গ্রাহক সংযুক্ত হচ্ছেন। কিন্তু এখনও লক্ষ লক্ষ বাড়ি এবং ছোট ব্যবসা এর আওতায় আসেনি। তাদেরও সংযুক্ত করে নিতে হবে।’’
JioAirFiber লক্ষ লক্ষ বাড়িতে বিশ্বমানের ডিজিটাল বিনোদন, স্মার্ট হোম সার্ভিস এবং ব্রডব্যান্ড-এর সাহায্যে শিক্ষা, স্বাস্থ্য, নজরদারিতে পারদর্শী করে তুলবে বলে তাঁর দাবি।
আরও পড়ুন– এই ৬ গাছ ভুলেও বাগানে লাগাবেন না, সাপ টেনে আনতে এদের জুড়ি মেলা ভার
কী কী পাওয়া যাবে—
১. সাড়ে পাঁচশোরও বেশি প্রথমশ্রেণির ডিজিটাল টিভি চ্যানেল
২. ক্যাচ-আপ টিভি
৩. সাবস্ক্রিপশন-সহ সবচেয়ে জনপ্রিয় ১৬টি OTT অ্যাপ
৪. ব্রডব্যান্ড পরিষেবায় পাওয়া যাবে হাই-স্পিড ওয়াইফাই।
৫. স্মার্ট হোম পরিষেবায় মিলবে শিক্ষা ও বাড়ি থেকে কাজের জন্য ক্লাউড পিসি। নিরাপত্তা এবং নজরদারি, স্বাস্থ্যসেবা, স্মার্ট হোম আইওটি, গেমিং, হোম নেটওয়ার্কিং সবই পাওয়া যাবে।
৬. অতিরিক্ত খরচ ছাড়াই পাওয়া যাবে ওয়াইফাই রাউটার, স্মার্ট সেট টপ বক্স, ভয়েস-অ্যাক্টিভ রিমোট।
কীভাবে পাওয়া যাবে—
হোয়াটসঅ্যাপে বুকিং শুরু করতে ৬০০০৮-৬০০০৮ নম্বরে মিসড কল করা যেতে পারে।
অথবা, www.jio.com ওয়েবসাইটেও খোঁজ করা যায়। কেউ চাইলে তাঁর কাছের Jio স্টোরেও খোঁজ নিতে পারেন।
এরপর JioAirFiber পরিষেবার জন্য রেজিস্টার করতে হবে। এরপর Jio-ই আগ্রহী গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে নেবে।
মনে রাখতে হবে পরিষেবা চালু হওয়ার সঙ্গে সঙ্গে অগ্রাধিকারের ভিত্তিতে সংযোগ স্থাপনের কাজ শুরু করা হবে।
DISCLAIMER:Network18 and TV18 – the companies that operate news18.com – are controlled by Independent Media Trust, of which Reliance Industries is the sole beneficiary.
Published by:Siddhartha Sarkar
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jio AirFiber, Jio fiber, JioFiber, Reliance Jio