এবার ঈদে ফিরিয়ে আনুন ‘ঈদ কার্ড’ | চ্যানেল আই অনলাইন

এবার ঈদে ফিরিয়ে আনুন ‘ঈদ কার্ড’ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আর মাত্র কয়েক দিন পর ঈদ। ঈদ কার্ড বা ঈদে শুভেচ্ছা কার্ডের সাথে আমরা সকলেই কম-বেশি পরিচিত। ছোটবেলায় ঈদ আসতে না আসতেই অলিতে-গলিতে, পাড়া-মহল্লায় ছোট-ছোট দোকানে ঈদ কার্ড দেখা যেত।

বিভিন্ন সাইজ এবং ডিজাইন ভেদে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হয়ে থাকে এসব ঈদ কার্ড। কিন্তু এখন সেই কার্ডে শুভেচ্ছা জানানো শুধুই ইতিহাস। নতুন প্রজন্ম জানে না কীভাবে ঈদ কার্ডে শুভেচ্ছা বিনিময়ের কথা। প্রযুক্তির দাপটে হারিয়ে গেছে সেই ঐতিহ্য।

;

এখন ঈদ শুভেচ্ছা বা অন্যসব শুভেচ্ছা জানানো হয়, হোয়াটসঅ্যাপ, ইমো, টুইটার, ইমেইল, ফেসবুক, ই-কার্ড, এসএমএস আর এমএমএসে। এতসব ডিজিটলি মাধ্যমের ভিড়ে প্রায় হারিয়ে যেতে বসেছে ঈদ কার্ডে শুভেচ্ছা বিনিময়ের সংস্কৃতি।

এবার ঈদ কার্ড বানাতে পারেন নিজ হাতে।

প্রয়োজনীয় উপকরণ:

  • কাগজ।
  • আঠা।
  • কাঁচি।

প্রস্তুতিকরণ:

  • প্রথমে এ৪ সাইজের একটি কাগজকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি এরপর এরপর সাদা রঙের একটি কাগজকে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে ঠিক নিচের ছবির মত করে।

  • এরপর সাদা রঙের একটি কাগজ নিয়েছে কাগজের মধ্যে নিচের ছবির মত করে অঙ্কন করে নিয়েছি।

  • এরপর অঙ্কন করা অংশটিকে গোল করে কেটে কাগজের একপাশে আঠা দিয়ে লাগিয়ে দিব। এবার ঠিক নিচের ছবির মত করে কাগজটিকে কেটে নিয়েছি।

  • কাগজটি কাটা শেষে কাগজের উপর অংশটিকে কেটে নিব ঠিক নিচের ছবির মত করে।

  • এরপর একটি হলুদ রঙের কাগজ কেটে ফুল বানিয়ে নেব।

  • এরপর একটি কালো রঙের কাগজ কেটে ছোট টুকরো করে আঠা দিয়ে লাগিয়ে দিব।

  • এরপর কালার পেন দিয়ে কাগজটিতে অংকন করে নিব।

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ঈদ কার্ডটি।

Scroll to Top