এবারের দলবদলে রেকর্ড খরচ করেছে ক্লাবগুলো | চ্যানেল আই অনলাইন

এবারের দলবদলে রেকর্ড খরচ করেছে ক্লাবগুলো | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জানুয়ারির দলবদলে রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করেছে বিশ্বের বিভিন্ন ক্লাব। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার তথ্য অনুযায়ী, গতমাসে আন্তর্জাতিক দলবদলের উইন্ডোতে ক্লাবগুলো ব্যয় করেছে ২৩৫ কোটি মার্কিন ডলার। বছরের এসময়ে ট্রান্সফার উইন্ডোর হিসেবে যা নতুন রেকর্ড।

ফিফার প্রতিবেদন, গত বছরের জানুয়ারিতে ক্লাবগুলো মোট খরচের চেয়ে এবার ৫৮ শতাংশ বেশি খরচ করেছে। আগের রেকর্ডটি হয়েছিল ২০২৩ সালের জানুয়ারিতে, ১৫৭ কোটি ডলার। এবার ৪৭.১ শতাংশ বেশি।

আন্তর্জাতিক খেলোয়াড় কেনাবেচায় সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে ইংলিশ ক্লাবগুলো। তাদের মোট খরচের পরিমাণ ৬২ কোটি ১৬ লাখ ডলার। এরমধ্যে ম্যানচেস্টার সিটি একাই খরচ করেছে ২২ কোটি ৪০ লাখ ডলার। অন্যদিকে খেলোয়াড় বিক্রি করে সবচেয়ে বেশি আয় করেছে ফ্রান্সের ক্লাবগুলো, ৩৭ কোটি ১০ লাখ ডলার। মোট পাঁচ হাজার ৮৬৩ জন খেলোয়াড়ের দলবদল হয়েছে।

মেয়েদের ফুটবলেও এবারের দলবদলে পুরনো রেকর্ড ভেঙে গেছে। ক্লাবগুলো মোট খরচ করেছে ৫৮ লাখ ডলার, আগের রেকর্ড খরচের চেয়ে এবার ১৮০.৬ শতাংশ বেশি। মোট ৪৫৫ জন খেলোয়াড়ের দলবদল হয়েছে।

Scroll to Top