এবারও সেরা করদাতা শাহনাজ রহমান, মাহ্‌ফুজ আনাম ও মতিউর রহমান

এবারও সেরা করদাতা শাহনাজ রহমান, মাহ্‌ফুজ আনাম ও মতিউর রহমান

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী, ২০২২-২৩ কর বছরের জন্য সাংবাদিকসহ সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে এনবিআর। এর মধ্যে ব্যক্তি রয়েছেন ৭৬ জন করদাতা, বাকিগুলো প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ, প্রকৌশল, খাদ্য ও আনুষঙ্গিক, জ্বালানি, পাটশিল্প, স্পিনিং ও টেক্সটাইল, ওষুধ ও রসায়ন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, আবাসন, তৈরি পোশাক, চামড়াশিল্প ও অন্যান্য খাত।

এর আগে ২০১৭ সালে এনবিআরের পক্ষ থেকে দীর্ঘ সময় ধরে কর দিচ্ছে, এমন ৮৪টি পরিবারকে ‘কর বাহাদুর’ পরিবারের সম্মাননা দেওয়া হয়। তখন ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত লতিফুর রহমান ও তাঁর পরিবার এই কর বাহাদুর পরিবারের সম্মাননা পায়।

Scroll to Top