এফডিসিতে না আসার কারণ জানালেন জায়েদ খান

এফডিসিতে না আসার কারণ জানালেন জায়েদ খান
এফডিসিতে না আসার কারণ জানালেন জায়েদ খান

বিনোদন ডেস্ক: শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন জায়েদ খানকে নিয়মিত দেখা যেত। সর্বশেষ নির্বাচনে নিপুণের সঙ্গে সাধারণ সম্পাদকের পদ নিয়ে বিতর্কের পর থেকে দূরে আছেন এই নায়ক। সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারটি আসলে কার, এই সিদ্ধান্তের বিষয়টি আদালতে বিচারাধীন।

এদিকে, শিল্পীর সমিতির নির্বাচনের পর থেকে গত তিন মাস এফডিসিতে আসেন না জায়েদ খান, এমনকি কোনো ছবির শুটিংও করছেন না।

চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠানেও জায়েদকে আগের মতো দেখাই যায় না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় জায়েদ। গত কয়েকমাস ধরে নিজের ফেসবুকে প্রতিনিয়ত নিজ এলাকা পিরোজপুরের বিভিন্ন কর্মকাণ্ডের আপডেট দিচ্ছেন। তাকে পাওয়া যাচ্ছে না চলচ্চিত্রে সংশ্লিষ্ট কোনো কাজে!

এতে অনেকের মনে প্রশ্ন জেগেছে, জায়েদ খান কি গ্রামে ফিরে গেছেন? একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার সময় ‘অন্তর জ্বালা’ ছবির এই নায়ক জানিয়েছেন, ব্যক্তিগত কাজে গত ১৫ দিন ধরে নিজের এলাকা পিরোজপুরে অবস্থান।

তিনি বলেন, বাবা মায়ের কবরস্থান ঠিকঠাক করাসহ কিছু কাজ ছিল সেগুলো করেছি। যেহেতু শুটিং ব্যস্ততা কম, এই সুযোগে নিজ এলাকায় উন্নয়নে সময় দিচ্ছেন। আগামী ৪ থেকে ৫ দিন পর ঢাকায় ফিরবেন।

জায়েদ খান বলেন, প্রায় ৩ মাস হয়ে গেছে এফডিসি যাওয়া হয় না। অনেকে মনে করে অন্য কারো ভয়ে হয়তো এফডিসিতে যাচ্ছি না। আসল কথা হচ্ছে এফডিসিতে এখন আর যাওয়ার পরিবেশ নেই। আমরা যে সুন্দর একটা পরিবেশের জন্ম দিয়েছিলাম সেটি এখন আর নেই। এখন সেখানে ইউটিউবারসহ অনেকেই এসে পরিবেশটা একেবারে নষ্ট করে দিয়েছে। কারা তাদের এখানে আসার সুযোগ দিয়েছে এটা এখন সবাই জানে।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে তিনি বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনে যা হবে সেটা মেনে নেব। কিন্তু, এখন যেটা হচ্ছে সেটা অন্যায়। নিপুণ অন্যায়ভাবে চেয়ার দখল করে বসে আছে। এটা ঠিক না। তারা আইনের পরোয়া করছেন না। সিনিয়র অভিনেতা শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন সেটি মেনে নিচ্ছেন। এটা আরও দুঃখজনক। তাদের বিভিন্নভাবে সহযোগিতা করছে পরিচালক সোহানুর রহমান সোহান ও মোহম্মদ হোসেনের মতো মানুষজন।

Scroll to Top