এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রোববার বোর্নমাউথকে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। এ মৌসুমে মাত্র একটি শিরোপার দৌড়ে টিকে আছেন ইংলিশ জায়ান্টরা। শিরোপাটি জিতলেও ম্যানসিটির মৌসুমের দুর্দশা কাটছে না, মনে করেন মিডফিল্ডার বের্নার্দো সিলভা।
বোর্নমাউথকে হারিয়ে টানা সপ্তমবারের মতো প্রতিযোগিতাটির সেমিফাইনালে উঠেছে সিটিজেনরা। আর্লিং হালান্ড পেনাল্টিতে গোল করতে না পারলেও পরে গোল করেন। হালান্ড চোট নিয়ে উঠে যাওয়ার পর ওমর মারমুশ গোল করে জয় নিশ্চিত করেন।
;
সেমিতে ওঠার পর সিলভাকে প্রশ্ন করা হয় শিরোপা জিতলে কেমন হবে সিটির মৌসুম। বলেন, ‘অবশ্যই আমরা শিরোপা জিততে পারলে খুশি হবো। কিন্তু তার মানে আমাদের মৌসুম ভালো যাবে না। আমাদের বাজে সময় গেছে, তার জন্য কোনো অজুহাত দাঁড় করানোর সুযোগ নেই।’
‘আমরা এরচেয়ে ভালো করতে পারতাম। আর এখন থেকে, আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি তা হল আমাদের পারফরম্যান্স, এবং আজকের দিনটি দলের জন্য ভালো পারফরম্যান্স ছিল।’
ভাইটালিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে ম্যানচেস্টার সিটির উপর চেপে বসেছিল বোর্নমাউথ। ২১ মিনিটে পিছিয়ে পড়ে ম্যানসিটি, ডিফেন্ডারদের ভুলে গোল করেন বোর্নমাউথের স্ট্রাইকার এভালিসন। সিটির গোলমুখের জটলায় গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। পরে দুই গোল দিয়ে ম্যাচ জিতে নেয় সিটি। সেমিফাইনালে নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে তারা।