এনসিপির জন্য আলোচিত সী পার্ল রিসোর্টই সাবেক রয়্যাল টিউলিপ | চ্যানেল আই অনলাইন

এনসিপির জন্য আলোচিত সী পার্ল রিসোর্টই সাবেক রয়্যাল টিউলিপ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গণঅভ্যুত্থান দিবসে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র পাঁচ নেতার কক্সবাজার ভ্রমণে যাওয়ার পর আলোচনায় এসেছে সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা’র নাম। হোটেলটি সম্পর্কে বিস্তারিত জানতে গিয়ে পাওয়া গেছে পূর্ববর্তী নাম ও আওয়ামী লীগ নেতাদের মালিকানার তথ্য।

চ্যানেল আই অনলাইনকে সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা’র চিফ সিকিউরিটি অফিসার লে. কমান্ডার (অব.) কামরুজ্জামান বলেন, সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা’র পূর্ববর্তী নাম ছিল হোটেল রয়্যাল টিউলিপ। এটি তখন ইন্টারন্যাশনাল চেইনের আওতায় ছিল। সেই চেইন থেকে বের হওয়ার পর বর্তমান নামকরণ হয়।

সী পার্ল হোটেলের ওয়েবসাইটে দেওয়া বোর্ড অব ডিরেক্টরস তালিকা অনুযায়ী, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল হক। চেয়ারপার্সন হিসেবে রয়েছেন তার স্ত্রী লাকি আখতারি মহল। পরিচালক হিসেবে রয়েছেন মো. আমিনুল হকের ভাই একরামুল হক।

এছাড়াও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া শেয়ার হোল্ডিং রিপোর্টে নমিনেটেড ডিরেক্টর হিসেবে একরামুল হকের স্ত্রী নাসিমা আক্তার মিলা এবং স্পন্সর ডিরেক্টর হিসেবে তাদের পারিবারিক পরিবহন ব্যবসা প্রতিষ্ঠান শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লি. এর নাম উল্লেখ হয়েছে।

চ্যানেল আই অনলাইন খোঁজ নিয়ে জানতে পেরেছে, সী পার্লের ম্যানেজিং ডিরেক্টর মো. আমিনুল হক ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি বিগত নির্বাচনে ময়মনসিংহ সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র নির্বাচন করেছেন। চেয়ারপার্সন লাকি আখতারি মহল হচ্ছেন আমিনুল হকের স্ত্রী।

অন্যদিকে পরিচালক হিসেবে থাকা একরামুল হক হচ্ছেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। তিনি ও তার ভাই ৫ আগস্টের পর থেকেই পলাতক রয়েছেন।

সী পার্ল সুন্দরবন ইকো রিসোর্টের পক্ষে মনোনীত ডিরেক্টর নাসিমা আক্তার মিলা হচ্ছেন আওয়ামী লীগ নেতা একরামুল হক টিটুর স্ত্রী।

কক্সবাজারের স্থানীয় এক সাংবাদিক হোটেল রয়্যাল টিউলিপের মালিকানায় শেখ রেহানা ছিলেন বলে দাবি করলেও হোটেল কর্তৃপক্ষ তা নাকচ করেছেন।

ওই সাংবাদিক বলেন, আমরা শুরু থেকেই জেনে এসেছি মেয়ের নামে হোটেল রয়্যাল টিউলিপ করেছিলেন শেখ রেহানা। নিজের নামে না করে আওয়ামী লীগ নেতাদের নামে তিনি এ হোটেল পরিচালনা করতেন।

তবে এ দাবি নাকচ করে সী পার্ল হোটেল অ্যান্ড স্পা’র চিফ সিকিউরিটি অফিসার কামরুজ্জামান বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা তথ্য। শেখ রেহানা কখনও এই হোটেলের মালিকানায় ছিলেন না। টিউলিপ নাম থাকার কারণে অনেকেই মনগড়া তথ্য ছড়িয়েছেন। শেখ রেহানা কখনোই এ হোটেলের মালিকানা বা পরিচালনার সাথে সংযুক্ত ছিলেন না।

Scroll to Top