এনআরবি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) রাতে কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। ইকবাল আহমেদ ওবিইকে নতুন পর্ষদের পরিচালক করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র পরিচালক করা হয়েছে ফেরদৌস আরা বেগম, শেখ মো. সেলিম, মো. কামরুল ইসলাম চৌধুরী, শেখ মতিউর রহমান, শরীফ নূরুল আহকাম এবং মিজানুর রহমানকে।
বিবৃতিতে বলা হয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ৪৭(১) এবং ৪৮(১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে এনআরবি ব্যাংক পিএলসি, এর পরিচালনা পর্ষদ ১২ মার্চ আদেশ নং-বিআরপিডি (বিএমএমএ) ৬৫১/৯ (৫৪) ডিএ/২০২৫-৩৫৭২ এর মাধ্যমে অবিলম্বে কার্যকর করে বাতিল করা হয়েছে।
আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিতকল্পে ও জনস্বার্থে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক এনআরবি ব্যাংক পিএলসি, এর পরিচালনা পর্ষদ নতুনভাবে গঠনের জন্য নতুন ব্যক্তিবর্গকে পরিচালক/স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হলো।